ভালো থাকতে চাই..। যা কিছু ভালো সেদিকে সবাইকে আহবান.।
জনৈক বাদশা একবার তার সাঙ্গপাঙ্গসহ নৌভ্রমনে বাহির হইলেন । মাঝ নদিতে আসার পর তার এক প্রজা পানির ভয়ে চিৎকার আর লাফালাফি শুরু করল। বাদশাহ ত যারপরনাই বিরক্ত ।
তখন তার উজির বললেন , হুকুম করুন মহারাজ ,আমি ব্যবস্থা নিচ্ছি। বাদশাহ এর অনুমতি নিয়ে উজির এক কাজ করলেন , তিনি ওই প্রজা কে তুলে নিয়ে মাঝনদিতে ফেলে দিলেন।
বেশ কিছু সময় হাবুডুবু খাওয়ার পর তাকে তাকে টেনে তোলা হল। বাকিটাসময় সে নৌকার এক কোনে চুপচাপ ঝিম মেরে বসে থাকল আর টু শব্দটিও করলনা। বাদশাহ উজির কে জিজ্ঞাসা করলেন, রহস্য টা কি ? তখন উজির বললেন , জনাব আমরা যখন সুখে কিম্বা আরামে থাকি তখন বুঝতে পারি না যে আমরা কতটা ভাল আছি।
যখন ওই লোক আরামে নোকায় বসেসিল তখন সে তার আরামটা বুজে নাই, তাই তাকে বিপদে ফেলে বোঝানো হল ।
একিভাবে আমরা যখন অসুস্থ্য হই তখনি কেবল বুজতে পারি, সুস্থ্য থাকাতা কতো বড় নেয়ামত। আমরা যখন সুস্থ্য থাকি তখন আসলে বুঝি না যে আল্লাহ্ র রহমত সবসময় আমাদের উপরে আছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।