আমাদের কথা খুঁজে নিন

   

নিলামে তরুণীর সতীত্ব!

কেউ অপেক্ষা করেন সঠিক পুরুষের জন্য, আর কেউ সঠিক দাম৷ কোনও নারীর কাছে তাঁর সতীত্ব সবচেয়ে মূল্যবান জিনিস, আবার কোনও নারীর কাছে এই মূল্যবান জিনিসই বয়ে নিয়ে আসে প্রচুর অর্থ৷ এই দ্বিতীয় শ্রেণীর তালিকাতেই পরেন মার্কিন মেডিকেল ছাত্রী এলিজাবেথ রেনে৷ আর তিনিই ঘটিয়েছেন এক অভিনব কাণ্ড৷ নিজের সতীত্বকে নিলামে উঠিয়ে খুলে ফেলেছেন সতীচ্ছেদের ওয়েবসাইট৷

২৮ বছর বয়সি তরুণী এলিজাবেথ৷ বহুবার পেয়েছেন প্রেমে দুঃখ৷ বহু বছর ধরে বাঁচিয়ে বাঁচিয়ে এসেছেন নিজের সতীত্ব৷ কিন্তু বেশ কিছু মাস ধরেই নিজেকে সামলাতে পারছেন না তিনি৷ হঠাৎই মরিয়া হয়ে উঠেছেন সতীচ্ছেদে৷ কিন্তু এতদিনের জমানো সতী চিহ্নকে হেলাফেলায় দিতে চান না এলিজাবেথ। ভালবাসা না হলেও, সতীচ্ছেদ যেন নিয়ে আসে ঘরে লক্ষ্মী তারই ব্যবস্থা করতে তৎপর তিনি৷

আর সেই কারণেই আপাতত, ‘সতীত্ব বিক্রি আছে’ বলে ওয়েবসাইটে নিজের যৌবনের পসরা সাজিয়ে বসেছেন এলিজাবেথ৷ আপাতত, মার্কিনের টিন এজ থেকে বুড়ো হাবাতেরাও নাকি ঝাঁপিয়ে পরেছেন এলিজাবেথের এই নিলামে৷ তবে এখন চলছে বাছাই পর্ব৷ এলিজাবেথ বেছে বেছেই নিলামে নিমন্ত্রন জানাচ্ছেন পুরুষদের৷ এলিজাবেথ-রেনে ডট কম সাইটে অ্যাপ্লাই করা যাচ্ছে নিলামের জন্য৷

এলিজাবেথ জানিয়েছেন ৩৫ বছরের বেশি লোমশ পুরুষই তাঁর সবচেয়ে পছন্দের৷ কিন্তু যে টাকা বেশি দেবে, তারই হাতে নিজের সতীত্বকে তুলে দিতে চান এলিজাবেথ৷ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।