আমাদের কথা খুঁজে নিন

   

হয়তবা কেঊ লিখেছেন কিংবা মৌলিক (১৮-২৩)

আমার অহংকারে, অহংকারী হয়ে , উষ্ণতার আগুন মেখে, পোড়াও আমাকেই : অচেনা দহনে... ১৮. নব্বই দশকেও বাংলাদেশে কাকের চেয়ে কবি বেশি ছিল, কিন্তু দুই দশকে কাক কমেছে, তারচেয়ে বেশি কমেছে কবি এখন নিশ্চিতভাবে বলা যায় কাকের থেকে ব্লগার বেশি। ১৯. রিয়েল বুক এখন ফেকবুক নেটবুকে চলছে ফেসবুক । ২০. বাংলা কবিতার পাঠক শুধু মাত্র কবিরা যার অধিকাংশ আবার তরণ ও উঠতি কবি । ২১. যখন কষ্টে থাকি আর যখন ঘুমাই গান শুনতে আরাম লাগে। কিন্তু লোকজন এসময়টাতেই সবচেয়ে বেশি বিরক্ত করে। ২২. সাকুরায় সাকিরা কিংবা ময়ুরে ময়ুরী কবিতায় নির্বাণলাভ, জলে জলে বোধিপ্রাপ্তি ২৩. সুখী হওয়ার জন্য আমরা আমাদের নিজেদের লাশবাহক হয়ে গেছি। বয়ে চলছি, বয়ে চলছি, বয়ে চলছি... ************ ব্লগে ব্যবহৃত ছবিটি মেট্রো হতে নেয়া  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।