আমাদের কথা খুঁজে নিন

   

ইঞ্জিনিয়ার, ডক্টর কিংবা কবি ( প্রকৃতির শিল্পী) তিন মেরুর তিন বাসিন্দা যুগল হয়তবা সম্ভব কিন্তু ত্রিপল কি সম্ভব (সম্পূর্ণ ছবি ব্লগ)

.ঠিক এই রকমই এক দিনে তোমার হৃদযন্ত্র থেমে যাবে ............and play its final beat .....................ঠিক এই রকমই এক দিনে,তোমার ঘড়ির কাঁটাটাও থেমে যাবে ..................And time won’t mean a thing ইহা সম্পূর্ণ রূপে চক্ষু ও মনকে আনন্দ দানকারী পোস্ট। এই পোস্টে এসে জ্ঞানের খোঁজ করা বাতুলতা বলে গন্য হবে এবং এহেন কার্যের জন্য কতৃপক্ষ বিন্দুমাত্র দায়ী থাকিবে না। সতর্কতা বানীঃ মোবাইল এবং লিমিটেড নেট ইউজার দের জন্য এই পোস্টে ঢুকা আর নিজের পায়ে নিজেই কুড়াল মারা,সমতুল্য বলে গন্য হবে। ভিঞ্চির ছিল এক বৈচিত্র্যবিলাসী মন। এক বিষয় থেকে অন্য বিষয়ে তিনি লাফিয়ে লাফিয়ে চলে গেছেন ।

ভিঞ্চি তার নোটগুলোকে ডান থেকে বামে লিখতেন এবং অক্ষরগুলো উল্টোদিকে ঘোরানো থাকতো। ফলে আয়নার সামনে নিলেই শুধুমাত্র প্রতিবিম্ব দেখে বোঝা যেতো আসলে কি লেখা আছে । যাই হোক এই রকম আরও অনেক মজার মজার বিষয় ভিঞ্চিকে রহস্যময় রেখে দিয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি যার বিশাল কর্মযজ্ঞের কিছু ক্ষুদ্র অংশ চিত্রের মাধ্যমে প্রকাশ করার ক্ষুদ্র প্রয়াস এই পোস্টখানা । শুধু শুধু কথা না বাড়িয়ে আমরা চলুন ভিঞ্চির দুনিয়ায় চলে যাই।

============================================= যখন ভিঞ্চি একজন ইঞ্জিনিয়ার Assault chariot with scythes Automobile Canal bridge Cannon foundry Crossbow Machine Device for Making Sequins Drawing of a flying machine Drawings of Water Lifting Devices Flying machine Giant Crossbow Multi Barrel Gun Siege Defenses Siege Defenses2 Skis with which one can walk on water (detail) Spring Device Studies of water Study of water ============================================= ভিঞ্চির চোখে মানবদেহঃ Anatomical studies (larynx and leg) Anatomical studies of a male shoulder Anatomical studies of the shoulder Anatomical studies Comparison of scalp skin and onion Drawing of a Woman's Torso Drawing of the Torso and the Arms Heart and its Blood Vessels Studies of embryos Studies of human skull Studies of legs of man and the leg of a horse Study of proportion Studies of the sexual act and male sexual organ Study on the proportions of head and eyes Vitruvian Man ============================================= যখন ভিঞ্চি একজন প্রকৃতির কবিঃ Birch copse Cavern with ducks Codex on the flight of birds Deluge over a city Flower study Fruit, vegetables and other studies Landscape drawing for Santa Maria della Neve on 5th August 1473 Landscape near Pisa Lily (detail) Natural disaster Star of Bethlehem and other plants Storm over a landscape ============================================= কৃতজ্ঞতা স্বীকারঃ বাদ দেন । যার পোস্ট দেখে এহেন পোস্টের আইডিয়া মাথায় এসেছে। তবে ভিঞ্চি এবং গুগল মামাকে ধন্যবাদ দিলাম না, দিলে তা বাতুলতার নামান্তর বলেই গন্য হবে। ============================================= ভিঞ্চিকে নিয়ে লিখা পোস্ট/// দ্যা ভিট্রুভিয়ান ম্যানঃ লিওনার্দো দ্যা ভিঞ্চির একটি কালজয়ী সৃষ্টি .................................................................................................. ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.