আমাদের কথা খুঁজে নিন

   

হয়তবা কেঊ লিখে ফেলছেন কিংবা মৌলিক

আমার অহংকারে, অহংকারী হয়ে , উষ্ণতার আগুন মেখে, পোড়াও আমাকেই : অচেনা দহনে...

১. বলয় উপবলয়ে বাঁকে বাঁকে নদীর তটরেখা আঁকা। ২. চাঁদের আলোর জলতরঙ্গ নিয়ে যাচ্ছে জোনাকির অবয়বে। ৩. বর্ষার মেঘ উড়ে যায় শ্রাবণের আকাশে। ৪. গোলাপপাতা; তুমি ফুল নও। ৫. বেঁচে আছি নিজের য্যান্ত অতীতে।

৬. সমুদ্রের কাছে গিয়ে পথগুলি বাঁক নেয় কেন ? ৭. আমি গণ্ডার। তাই হয়তো উত্তরাধুনিক কবিদের কবিতা বুঝতে ৩ দিন লাগে। ৮. জীবনবাবু, তোমার স্বকীয়তা এখন কোথাও ধানসিঁড়ি রেস্তোঁরা, কোথাও বনলতা পোল্ট্রি মেডিসিন। ৯. সামাজিক সম্পর্কগুলি কেমন যেন বনসাই হয়ে যাচ্ছে... ১০. সংসার হবার কথা ছিল সমাজতন্ত্রের; হল দান্দিকতার। ১১. ক্লান্তি দিরঘায়ন ছিল , আছে হয়ত থাকবে; নাগরিক যানযটে।

১২. পাঠক পড়ে না; কেননা কবিতা মাথার উপর দিয়া যায়। ১৩. রবি ঠাকুর জীবতদশায় চিত্র রুপময় কবিতা পড়েছেন; কিন্ত তা হতে আট দশকে মুক্তি পেল না বাংলা কবিতা... ১৪. আজ ভাংচুর হবে মহাফেজখানা নয়; কবিতার জমিন। ১৫. ভুলে যাও; কেননা মানুষ বুড়ায় যায় স্মৃতির ভারে... ১৬. সত্যি কথায় কোন প্রাণ থাকে না; উন্মাদনা থাকে না... আমরা রঙ্গিন স্বপ্ন দেখে বেচেঁ থাকি আর এইটাই আমাদের যাপিত জীবন। ১৭. ১৯৭১ : শ্রদ্ধা - যারা অনেক দিয়েছে, যারা সব দিয়েছে......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।