লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। অনেক দিন থেকেই লেখাটা লিখবো লিখবো ভাবছিলাম ভালো থিম পাচ্ছিলাম না। আজ হঠাৎ করেই মনে একটা দারুন থিম আসলো। উফ সে কি থিম ! কি প্লট ! ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। আমি বোধহয় আসলেই একটা জিনিয়াস।
যেমনি– ভাবা ওমনি আর সাত- পাঁচ না ভাবে লিখা শুরু করলাম।
লিখছি………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..... লিখছি....... ।
ইশ !!! এই কাহিনিটা গতবছর আমায় মাথায় এলো না কেন? এইতো লেখার এই জায়গাটা এক্কেবারে মার মার কাটকাট হয়েছে, পুরা ইমোশানে ভরা। বাহ চমৎকার। এই তো আর অল্প একটু, এর পর শেষ ।
খট খট শব্দ হচ্ছে দরজার আমি আমার লেখার জগত থেকে বাস্তবে ফিরে এলাম। উঠলাম, দরজা খুলে দেখি সাগর।
কি রে?? !! এত্ত দেরি করলি কেনো ??
--কি করমু ?? আসতে যাইতে যতক্ষন লাগে
তোকে বললাম সেই কত্ত আগে ৫টা সিগারেট আনতে। আর তুই আনলি --এখন? জানস না মাথায় ধোয়া না দিলে আমার মাথা খুলে না????
কি রে জবাব দে ? চোখ পাকিয়ে তাকিয়ে আছিস কেন ?
দিলাম কষে একটা চড়। এইবার যদি শিক্ষা হয়।
যত্তসব ফাউল,হারামী । জিনিয়াসরা এদের জন্যই প্রতিভার প্রকৃত দাম পায় না।
ফিরে আসলাম নিজের রুমে, লিখালিখির জগতে। সিগারেট ধরাতেই আমার মাথা পুরাপুরি খুলে গেল। অল্প সময়েই নামিয়ে ফেললাম পুরা লেখা।
উফফ আমি পুরাই রোমাঞ্চিত, এমন আগে কেউ লেখেনি। আমি ছাড়া এমন করে লিখা সম্ভবওনা কারো পক্ষে।
ওমা !!! একি আমার হাতে নেভী সিগারেট কেন ??? চেক করে দেখি বাকি ৪টাও নেভী. মাথা পুরাই ফায়ার।
ডাকালাম সাগর কে ?
সাগর আমি গোল্ডলিফ খাই, না নেভী???
--গোল্ডলিফ
তাহলে প্যাকেটে নেভী কেন ?
---আমি ক্যাম্নে কমু? আমি তো গোল্ডলিফই দিতে কইসি
কেমনে বলবি মানে?
বেয়াদপ, বদের হাড্ডি
দিলাম বসিয়ে গোটা চারেক কিল আর ঘুষি, নাহ এত দয়ালু ভাবে মারলে হবে?? শেষের কটা দিলাম গায়ের জোরে। হুম একদম ঠিক হইসে।
যা ভাগ
কোন রকম মেজাজটা ঠান্ডা করে ফিরে এলাম আমার রুমে। হ্যাঁ!! এইবার পড়ার পালা । আহা!! কি লেখেছি নিজের লিখা পড়ে নিজেই মুগ্ধ। আমি একখান আসলেই জিনিস। এইবার মেইল করি।
এই লিখাটা ব্লগে দিলেও ভালো হিট হবে। হোয়াট এন আইডিয়া । । ওকে ডিসিশান ফাইনাল, লেখাটা ব্লগেও দিবো।
আহহা!! ফিত ফিত শব্দ কই হয় ? উঁকি দিয়ে দেখলাম সাগর কাঁদছে ।
এ্যাহ! ঢং আর কি? ১১ বছরের ধাড়ি পোলা ভুল করবে কেন? বেতন নিতে কি ভুল হয়? যত্তসব.....
পাঠিয়ে দিলাম লিখাটা । আমি সিউর এবারের শিশু দিবসে শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক নিবন্ধ লিখা প্রতিযোগিতায় আমিই ফাস্ট হবো। হতেই হবে, কারন আমি জানি আমি একটা জিনিয়াস ।
-------------------------------------------------
আমার ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।