দেশ কিংবা মা...... এই দুইটা জিনিসই আমার সব চাইতে কাছের... তাই এদের প্রতিনিয়ত আগলে রাখার চেষ্টা করব......।। "প্রেম কইরাছেন ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবি গো ও তারা এক মরনে দুজন মরে সইগো এমন মরে কয় জনা ডুব দিলাম না এমন ভবের নদিতে সোই আমি ডুব দিলাম না" এমন একটা গান আছে আমাদের দেশে , অনেকেই জানে অথবা মনে করে ইউসুফ (আঃ) হয়তো জুলেখা বানুর সাথে প্রেম করছে , ছোট বেলা আমিও ভাবতাম এমন কিছু , কিন্তু এখন জানি সত্য কি ? ইউসুফ নবী কখনই জুলেখার প্রেমে পড়েন নাই , নবীর প্রেম ছিল আল্লাহ্র সাথে , আর কারো সাথে না , জুলেখার স্বামী ইউসুফ (আঃ) কে ক্রয় করে নিয়ে আসে , জুলেখা বানু ছোট কাল থেকেই ইউসুফ (আঃ) কে লালন পালন করে বড় করে , কিন্তু যখন ইউসুফ (আঃ) পূর্ণ যৌবনে আসে তখন নিঃসন্তান জুলেখার মনে কু-মতলব আসে , সে ইউসুফ (আঃ) কে তার ঘরে ডাকে আর যৌন কর্ম করার জন্য তাগিদ দেয় , কিন্তু আল্লাহ্র হাবিব সেই প্রস্তাবে রাজি না হয়ে যখন ঘর থেকে বের হতে যায় তখন জুলেখা পিছন দিক থেকে ইউসুফ (আঃ) জামা টেনে ধরে , তখন জামা পিছন দিক থেকে ছিরে যায় , দরজা খুলেই দেখে জুলেখার স্বামী (কোরআনে যার নাম এসেছে আযিয নামে - সূরা - ইউসুফ - ৩০ নং আয়াত) দরজায় দাঁড়ানো , স্বামী কে দেখে জুলেখা সব দোষ ইউসুফ (আঃ) উপর চাপিয়ে দেয় আর ইউসুফ (আঃ) কারাগারে নিক্ষেপের নির্দেশ দেয় , এই ঘটনা শুনে শহরের মহিলারা জুলেখাকে অসতী বলাবলি করে , পরে জুলেখা শহরের মহিলাদের জন্য ভোজের আয়োজন করে , আর সবার হাতে একটা ছুরি দেয় (অনেক জায়গায় এসেছে তাদের হাতে ছুরি আর একটা করে লেবু দেয়া হয়েছিল , কিন্তু কোরআনে এমন কিছুর উল্লেখ নেই ) ঠিক তখন ইউসুফ (আঃ) কে তাদের সামনে নিয়ে আসে , শহরের সমস্ত মহিলা ইউসুফ (সঃ) কে দেখে তাদের হাত কেটে ফেলে , আর তারা বলা বলি করে , এতো কোন মানুষ না , এ অবশ্যই ফেরেশতা ... বুঝাই যায় আমাদের ইউসুফ (আঃ) কত সুন্দর ছিলেন , আর ইউসুফ (আঃ) যে কোন পর-নারীর প্রমে পড়েন নাই তাও প্রমান হয় । তাই যেই সব আপু আর ভাইয়ারা ইউসুফ (আঃ) প্রেম করছে তবে আমরা করলে দোষ কি এই ধারনা নিয়া প্রেম লীলা করে তাদের কে আবারও সাবধান করি । ১৪ ফেব্রুয়ারিতে হয়তো অনেক মেয়ে আর ছেলে প্রেম লীলার নাম করে জুলেখার মত যৌন কর্ম করার পরিকল্পনা করে রাখছেন , আর এর পিছনে আপনাদের যে যুক্তি আসতে পারে তা হলো - একে অন্যের প্রতি বিশ্বাস প্রমান করা , কারন অনেক মেয়ে/ছেলে ভাবে যৌন কর্মের মত কর্ম করতে দিলে আর করলে উভয়ের প্রতি বিশ্বাস দেখানো হয় অথবা প্রমান হয় , তাদের বলি , বিশ্বাস দেখানোর পরে যে আপনাদের উভয়ের কেউ বিশ্বাস নষ্ট করবে না এর কোন গ্যারান্টি আছে আপনার কাছে , কারন বিশ্বাস কোন সুপারগুলু না যে একবার লাগলে আর ছুটে না , স্পর্শকাতর বিষয় থেকে সাবধান থাকাই বুদ্ধিমানদের কাজ । প্রচারেঃ- ⎝⏠⏝⏠⎠ জিনিয়াস পাপী ⎝⏠⏝⏠⎠ ব্যাচেলর পাপী⎝⏠⏝⏠⎠
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।