আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক প্রেম আর রাজনীতিবিদের কৌশলী দিক।

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে। ফেবুতে যারা প্রেম করে তারা কিন্তু সচরাচর খুব একটা স্ট্যাটাস/কমেন্টস করে না। মিসড কল দিয়ে গার্লফ্রেন্ডকে অনলাইনে ডেকে নিয়ে এসে চুপিসারে প্রেম করেই যায়। এরা এদিক ওদিক খুব কম তাকায়।

বাকি যারা স্ট্যাটাস/কমেন্টস করে যায় এদের মধ্যে কেউ আছে... *কেউ প্রেম পাওয়ার জন্য প্রেমিকাদের বিভিন্ন উপমা দিয়ে স্ট্যাটাস সাজায়। *কেউ আছে ব্যর্থ প্রেমের ইতিহাস থেকে পুরনো সৃতিগুলো মনে করে স্ট্যাটাস সাজায়। *গুটি কয়েকজন আছে যারা দেশ ও দশের কথা চিন্তা করে স্ট্যাটাস করে যায়। বাকি যারা আছে তারা সাধারন দর্শক হয়ে বিভিন্ন স্ট্যাটাসে লাইক এবং কমেন্টস দিয়ে যায়। উপরে যে চারটি ধাপ দেওয়া আছে সব গুলোর মূল চাবিকাশক্তি কিন্তু ওই সাধারন দর্শক।

কারন সাধারন দর্শকের লাইক/কমেন্টস এ আপনাদের সবার পরিচিতি বারে বন্ধুত্ব হয়, প্রেম হয় কেউ কেউ সেলিব্রেটি ও হচ্ছে। মোড়াল অফ দ্যা টপিকঃ উপরের কথা গুলোর সাথে কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদের অনেক মিল খুজে পাওয়া যায়। দেশের দুই প্রধান নেত্রীর মাঝে কিন্তু অনেক প্রেম! এরা একে অন্যকে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে। একে অন্যকে চা,কফির আমন্ত্রন জানায়। চুপিসারে যে আরও কতকিছু করে আল্লাহ্‌ মাবুদ জানে।

বাকি যে মন্ত্রি/এমপিরা এদের মধ্যে কেউ আছে... *কেউ ভোট পাওয়ার জন্য নিজেদের কারিশমা উপমা সাজিয়ে আমজনতাকে বোকা বানিয়ে যায়। *কেউ আছে হারানো ক্ষমতার দিনের ভুল গুলো আবার ক্ষমতায় গেলে শুধরে নেবে বলে নতুন প্রতিশ্রুতি দিয়ে যায়। *গুটি কয়েকজন মন্ত্রি এমপি দেশ ও দশের কথা চিন্তা করে বলে দেশ এখন অতলে যায়নি। বাকি যারা আছে সবায় কিন্তু আমজনতা!এরা এদিক ওদিক ভোট দিয়ে যায়। সবার কিন্তু মূল শক্তি হচ্ছে ওই সাধারন মানুষ গুলো।

কিন্তু সবাই তা ভুলে যায় ক্ষমতা পেয়ে গেলে। ফেবুতে ভুলে যায় প্রেম,বন্ধু,সেলিব্রেটি হয়ে গেলে। তখন দেখা যায় অমুক তমুকরে ব্লক মারছে,আনফ্রেন্ড করছে, মাঝে মধ্যে রিপোর্ট ও করে থাকে। রাজনীতিবিদরাও ভুলে যায় ক্ষমতায় গেলে,এমপি মন্ত্রি হয়ে গেলে। তখন দেখা যায় অমুক তমুকরে গুম করছে, হত্যা করতেছে, দুর্নীতি করতেছে।

মাঝে মধ্যেতো পিলার নাড়া দিয়ে বিল্ডিং ফেলে দিচ্ছে... আর কত ভাই? এবার একটু সাধারন মানুষ গুলার কথা ভাবেন? অনেক খেয়েছেন,নিয়েছেন কিন্তু অতটা দিয়ে যেতে পারছেন না যতটা খেয়েছেন। এত্তগুলা চুদুরবুদুর কইরে না ...। । ...প্লিজ... প্লিজ...প্লিজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.