এক মাইঙ্কা চিপায় পইরা আইজ রাইত ১২.১৫ তে দিলাম গ্রামীন এর কাষ্টমার কেয়ার এ ফোন :-c । তার পর ই যে কি সুখরে ভাই মনে অইল যেন আমি স্বর্গে পৌছাই গেছি । প্রথম বারে ৬ মিনিট এও আমার ফোনটা কেউ রিছিভ করলনা,ধইরজের:-w বাধ ভাইঙ্গা চৌচির X।দিলাম লাইন কাইটা।আবার কল :-c দিলাম,এইবার ৩ মিনিট । অতঃপর আবার,এইবার কিন্তুক ফেইল মারিনাই ভাই , ফোন ধরছে তয় ১০ মিনিট পর কি যে খুশিরে ভাই,খুশিতে আমার দাত বাইর অইয়া গেছে, অবশেষে পাইছি তো,নাকি??? একটা কল রিছিভ করতে যদি গরে এক এক জন এর ৫/৬ মিনিট টাইম লাগে,তাহলে অরা কি সার্ভিস দেয়?একটা ফোন পিক করতে এত সময় নেয় মানে কি এটাই নয় যে,গ্রাহক এর প্রব্লেম অনেক? তার মানে গ্রামীন ফোন সেবার মান দিন দিন কমছে কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।