আমাদের কথা খুঁজে নিন

   

Grameen Pone Modem সম্পকে কিছু কথা শেয়ার

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।
আমার PC পিছনে আর সামনে মিলে মোট ৬ টা পোর্ট । এর মধ্যে পিছনে ৪ টি সামনে আর ২ টি পেছনে । আমি Grameen phone Modem দিয়ে Internet চালাই । কিন্তু আমার পিসির মোট ৬ টি পোটের্র মধ্যে মাত্র একটিতে এই মোডেমটা কাজ করে আর অন্য কোনটাতে মোডেমটা কাজ করে না ।

আমি ভয়ে আছি কোন দিন যদি আমার এই পোর্টটাতে কাজ না করে তবে আমি নেট চালাবো কিভাবে ! Grameen Pone Customer Care এ আলাপ করেছিলাম । ওরা কোন Solution দিতে পারে না । ওরা বলে আমার PC Accessories এ না কি সমস্যা ! অথচ আমার PC এর সব পোর্ট সব ধরনের ডিভাইস কাজ করে । শুধু করে না Grameen Phone Modem! আমি আরো অনেকের সাথে আলাপ করেছিলাম সবাই মোটামুটি এই সমস্যায় ভুক্তভোগী । আপনাদের এই জাতীয় সমস্যা থাকলে শেয়ার করুন আর কেউ কোন বিকল্প সমাধান বের করলে বা থাকলে জানান ।

পিল্জ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।