আমাদের কথা খুঁজে নিন

   

Grameen phone এর বিজ্ঞাপন আজ নিজেদের সস্তা পাবলিসিটির কাছে বিকিয়ে দিয়েছে -- কথাটা কি ভুল হবে ?

তুমি আমি আমরা ......
দেশের মোবাইল অপারেটরগুলোর ভিতরে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের প্রতি আমার একটা বিশ্বাস ছিল । আমার বিশ্বাস ছিল ত তাদের বিজ্ঞাপনের মান বিষয়বস্তু আর পরিচ্ছন্ন চিন্তায় । GP বাংলালিংক এর মতো পাউডার মেখে বেহুদা নাচাগানা করে না । এয়ারটেলের মতো GP কেবলমাত্র গুটিকয়েক মুরগীপোড়া খাদক ইয়ো জেনারেশনের ইলজিকাল " ফ্রেন্ড ফ্রেন্ড বুম বুম " চিৎকার করে বন্ধুত্ব নষ্ট করবার মতো বিজ্ঞাপনও নির্মাণ করে না । বরাবর ই গ্রামীণের বিজ্ঞাপন ছিল থিম ভিত্তিক ।

ছিল সৃজনশীল বৈশিষ্ট্যে অন্যান্য মোবাইল অপারেটরদের থেকে আলাদা । তৈরি করে নিয়েছিল নিজেদের আলাদা পরিচিয় । কিন্তু GP আসচ্ছে নতুন বিজ্ঞাপনে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না তুলে পারছি না । গ্রামীণের নতুন যে বিজ্ঞাপন আসচ্ছে তার মডেল বর্তমান সময়ের বিতর্কিত * , রসাত্মক অভিনেতা অনন্ত জলিল । *বিতর্কের বিষয় -- জলিল কি বন্ড নাকি মান্দারবাজার চরের কুদ্দুস ? অনন্ত জলিল কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন পথ প্রদর্শক নাকি সে সস্তা পাবলিসিটি কামুক এক বিজনেস ম্যান ? বিতর্কেকে জয়ী তা নিয়েও বিতর্ক চলছে , চলবে ।

অর্থাৎ অনন্ত জলিল বর্তমান বাজারে ' এজ লাইক এ হট কেক ' এবং সেই হট কেক লুফে নিল GP ! তাদের বিজ্ঞাপনের নির্মাণ কৌশল নিয়ে হয়তো কোন কথা বলা সম্ভব হবে না । ট্রেইলার দেখেই বুঝা যাচ্ছে সুপারবিগ বাজেটের এই বিজ্ঞাপনের নির্মাণ হবে চোখ ধাঁধানো আকর্ষণীয় । বিজ্ঞাপনের নির্মাণশৈলী নয় , আমার প্রশ্ন থাকবে GP উদ্দেশ্য নিয়ে । ইস্যু জলিল নয় , ইস্যু GP আইডিয়লজি । কারন বর্তমানে জলিল মানেই বিপুল উৎসাহ ।

উৎসাহের কারন জলিলের পূর্বতন ( হয়তো ) ইচ্ছাকৃত ভাঁড়ামো । GP কেবলমাত্র সেই ভাঁড়ামোকে পুঁজি করে নিজেদের আঁখের গুছাতে নেমে গেল । হ্যাঁ । এইটা জানা কথা GP র মুল উদ্দেশ্য ব্যাবসা । সবার ই তাই ।

( তাই কোন মোবাইল অপারেটরই গ্রাহকদের সীমাহীন অভিযোগের পরও স্প্যাম মেসেজ পাঠানো বন্ধ করে না , কমায় না নেট চার্জ , কল চার্জ । তারা চায় কেবল মুনাফা !! ) কিন্তু তারপরও GP এতদিন বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের একটা ইউনিক আইডেন্টিটি ধারণ করতে পেরেছিল । সেটা কি তারা এজ নষ্ট করলো না ? " GP আজ নিজেদের সস্তা পাবলিসিটির কাছে বিকিয়ে দিয়েছে " -- এই কথা কি ভুল হবে ? তারা কেবলমাত্র অনন্ত জলিলের বর্তমান ক্রেজকে ইউজ করে নিজেদের বাজার তৈরির চেষ্টাই করে গেল । আর ব্যবসার কাছে ভুলে গেল বিগত কয়েক বছরের তাদের নির্মিত বিষয় ভিত্তিক সৃজনশীল বিজ্ঞাপনের ইতিহাস । GP এতো বছরের সৃজনশীল বিজ্ঞাপনের বিপরীতে আজ ভাঁড়ামোর ই জয় হয়েছে -- এই কথা বললে কি খুব বেশি ভুল হবে ?
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।