আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... আমি নিজে আগে বেশ কিছু সফটওয়্যার ব্যভার করতাম কিন্তু এই সাইট টা খুব সহজে কাজটা করে দেয়, http://www.savevid.com/ যদি জাভা ইন্সটল করা না থাকে তবে জাভার জন্য ডিমান্ড করবে, কিছু না শুধু ক্লিক করে দিলে সে নিজেই করে নেবে, পরথম বার শুধু অয়ারকিং জাভা বাটনটাতে ক্লিক করার জন্য বলতে পারে পরবরতিতে নিজে নিজেই করবে, এখানে বিভিন্ন কোয়ালিটি এবং সাইজ বিডিও গুলো ডাউনলোড করা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।