আমাদের কথা খুঁজে নিন

   

একবার দাঁড়াও বন্ধু

নাজমুল ইসলাম মকবুল একবার দাঁড়াও বন্ধু (সিলেটের আঞ্চলিক ভাষায় প্যারডী গান) নাজমুল ইসলাম মকবুল একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি পাশ একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি পাশ পাশ করার পর দেখবায় বন্ধু কেমনে ঠেলি বাশ একবার দাঁড়াও বন্ধু যদি আমি করতাম পারি পাশ। । ইলেকশনর আগে আমি ধরমু তোমার পাও তোমার যেতা জানে ছায় ভাই অতা তুমি খাও পাশ করার পর খাবাইমু তোমায় কানেঘাস। । আগে বাড়ি সালাম দিমু আত মিলাইমু আমি বুক মিলাইয়া কইমু বন্ধু তোমার ভোট খুব দামী পাশ করার পর বন্ধু তোমায় বানাইমু মোর দাস।

। জনগনর সামনে গিয়া মাথা করমু নিছা নত অইবার ভান করিমু কথা কইমু মিছা পাশ করিয়া এলাকায় ভাই সৃষ্টি করমু ত্রাস। । মিঠা মিঠা কথা কইয়া দিমু বন্ধু ধোকা লেই লাগাইয়া বন্ধু তোমায় বানাইমু বোকা পাশ করিয়া হালা ডাকমু করমু সর্বনাশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.