মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... তোমরা যারা বাসন্তী-রং শাড়িতে খুব সাজো তোমরাই তো ফাগুন আনো, মন খারাপের দেশে। চশমা-আঁটা পাগল ছেলের ভাবুক চোখে আজও জলরং নিয়ে খেলে তোমরা আগুন লাগাও শেষে; তোমরা এমন আলো হয়ে থেকো - এমনি কেঁদে-হেসে। ****************************************************************** বসন্ত এসে গেল। প্রকৃতি এবং মানুষে। বসন্তের প্রথম দিন'টা প্রকৃতিতে আলাদা করে ধরা যায় না, টের পাওয়া যায় মানুষে। ফাগুনের প্রথম দিন হঠাৎ করে সব মরা গাছে ফুল ফুটে বসে থাকে না, কিন্তু মানুষগুলো সব হঠাৎ ফুল হয়ে ফুটে থাকে ! বসন্ত'কে স্বাগতম, প্রকৃতি আর মনে। (ছবিটা : মাসখানে আগে এঁকেছিলাম। অবসর সময়ের কাজ। মোবাইল ক্যামেরায় কেমন লাগছে !)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।