আমাদের কথা খুঁজে নিন

   

বাসন্তী কাঁদে

মাটির মানুষ ধু ধু রোদে ফাল্গুনী, আম গাছে উল্কি মারে টিপ টিপ করে ঝরে পড়ে বকুলের গুঁড়ি গুঁড়ি প্লুটোনিয়াম, কোকিলের কালো রিবনের গায়! বুকের পাঁজরে দিন মাস, প্রতীক্ষা ঘুরে পাক খায়! অভুক্ত বুবুক্ষু দেহে কাকের ঠোঁট পড়ে এক বার দুই বার… পথের বাউলের স্বর ছিঁড়ে মজ্জায়! ধ্বনি, প্রতিধ্বনি, চিৎকার, গর্ভ-ভেদী বাসন্তীর ঝঙ্কারে, আকাশের অন্তর্বাস বেয়ে নামে বীর্য ধারা বন্ধ্যার রুক্ষ বুকে! দাঁড়কাকের কামরসে সিক্ত দেহে ময়ুরের সিল্কি-পেখম গজিয়ে রটে! নাচে পেখম নাচে বাজাঁপলাশ ময়ূর বাদে চোখের পাতা শিমুল! রান্না ঘরে ভোর-দুপুরে চুড়ির ফাঁকে মা কাঁদে কোকিল, কাঁদে ডিম! সকালে কাঁদে পদ্ম,শ্মশানে কাঁদে সারা বিশ্বের কাজলের শোক! @ বাড়ি, তারিখ-১০/০৩/১৩ সময়-১২ঃ২২ দুপুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।