চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে
চাঁদের গায়ে কসম কেটে
জ্যোৎস্না কুড়ায় রাশি রাশি,
হাওয়ার কানে জানিয়ে দিল
তোমায় কত ভালবাসি !
শিউলি ঝড়া ভোরের শিশির
সাদা রঙের চাদর পরে,
ফিসফিসিয়ে বিদায় বেলায়
গান গেয়ে যায় করুণ সুরে।
পিঠা পুলির ঢেকুর তুলে
কোকিল ডাকে গাছের ডালে,
ঝড়া পাতার দুঃখ ভুলে
সাজবে শিমুল পলাশ ফুলে।
রঙে গন্ধে মাখামাখি
বসন্তের এই উতাল হাওয়া,
সবুজ প্রাণে প্রেমের ফাগুন
নিরেট সুখের এ গান গাওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।