আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ, কখনো ক্ষমা করোনা এই নষ্ট সমাজ ও রাষ্ট্রকে…………………

বাংলা আমার................... সরকারী খবরদারী হুমকি বা ব্লগার গ্রেফতার সহ বিভিন্ন কারনে প্রতিবাদি আনেক ব্লগার সরকারের অসংগতি নিয়ে লেখা লিখতে ভয় পাচ্ছে, তারা ব্লগ লিখছেন না। আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। গুম হয়ে যাওয়া বা উচ্চ ইমারতের ছাঁদ থেকে লাশ ফেলে দেয়ার হুমকি কি ভিত হওয়ার জন্য যথেষ্ট নয়?? অনেক আশা নিয়ে জনতা বেছে নিয়েছিল বর্তমান সরকারকে। কিন্তু কি হল..!.আশা-আকাংঙ্খার অকালে সমাধী……………………….. আর মৃত্যুর মিছিল তো থামছেই না, তবুও প্রতিদিন সরকারের বিবৃতি…দেশের আইন শৃংখলা বিগত ৪০ বছরের যে কোন সরকারের চেয়ে ভাল !!! হায়রে অভাগা দেশ আমার…………………………………….. সকালে চার খুন আর রাতে স্বদেশ মন্ত্রীর বয়ান “বিচ্ছিন্ন ঘটনা”, ২৪ ঘন্টার মধ্যে খুনী বা অপরাধী গ্রেফতার হবে……………….সেই ২৪ ঘন্টা ৫ বছরেও শেষ হয়না……..সত্যি সেলুকাস বিচিত্র এদেশ, জনতা ও রাষ্ট্রযন্ত্র…………. কোথায় আমরা নিরাপদ, রাস্তা, অফিস, সিমান্ত বা নিজের ঘর কোথায় নিরাপদ কোন জায়গায়????????? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কি অভাগা জনতা চাইতে পারেনা?? এটাও কি খুব বড় চাওয়া???? এবার আবারো জোড়া খুন, নিজ বাসায় নৃশংসভাবে খুন হলেন আমার এক সময়কার সহকর্মী সাংবাদিক রুনি ও তার স্বামী সাগর যিনি কর্মরত ছিলেন মাছরাঙা টেলিভিশনে। কি নৃশংস ভাবে খুন করা হলো এ দুই গনমাধ্যম ব্যক্তিত্বকে…………এবারো সেই বিবৃতি এবং ২৪ বা ৪৮ ঘন্টার আলটিমেটাম!! আপনারাও যথারীতি অপেক্ষায় থাকুন…………..কত ঘন্টায় ২৪/৪৮ ঘন্টা হয়…………. মনে হচ্ছে আল্লাহ তার ফেরেস্তা আজরাঈল (আঃ) দীর্ঘ্য এ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাইছেন এই বাংলাদেশে।

কষ্ট হয় যখন দেখি বিরোধী দলকে নিস্ক্রিয় করার জন্য ভিবিন্ন পদ্ধতি আবিস্কার করা হয় বা মধ্যরাতেও সরকার গুরুত্বপুর্ণ মিটিং বসে দীর্ঘ্য সময় বৈঠক করেন ক্লান্তিহীন ভাবে। কিন্তু জন নিরাপত্তার জন্য কয়টা মিটিং করে কয়টা কৌশল আবিস্কার করেছেন আমাদের রাষ্ট্রযন্ত্র??? খুব জানতে ইচ্ছে হয়…………………… হত্যা, ছিনতাই, লুটপাট, গুম, বিশ্ববিদ্যালয়ে হত্যা যখন হয়ে যায় বিচ্ছিন্ন ঘটনা আর সিমান্তে নির্যাতন ও খুন যখন সরকারের কাছে গুরুত্বহীন ও আগামীতেও সিমান্তে এসব ঘটবে বলে ঘোষনা দ্যান আমাদের মন্ত্রী মহদয় সেখানে বিএসএফ কে আমরা দোষারোপ করবো কোন অযুহাতে!! বিএসএফ কে তো প্রকারন্তে খুনের বৈধতাই দিয়েছেন মহামান্য মন্ত্রী…………… ভাবছিলাম রুনি ও সাগর হত্যা নিয়ে ২ লাইন কিছু লিখবো কিন্তু পারছিনা। যতবার মেঘের মুখ ভেসে উঠছে তখন কোন অক্ষর খুঁজে পাই না, খুঁজে পাই চোখের কোনা থেকে গড়িয়ে পরা দু’ফোঁটা তপ্ত-জলের নোনা স্বাদ। আমি আমাকেই যখন নিয়ন্ত্রন করতে পারছিনা তখন স্বজন হারানো মানুষগুলোর মনের অবস্থা কি হতে পারে ভাবুন………………………… কি হচ্ছে নিষ্পাপ ছোট্ট সোনামনি মেঘের…… আচ্ছা আমাদের করিৎকর্মা গোয়েন্দা সংস্থাগুলোতো আগেভাগেই অনেক ষরযন্ত্রের খবর অতিদ্রুত বের করে ফেলেন কিন্তু ২৪ ঘন্টা চলে গেলেও এ হত্যাকান্ডের কোন ১টা ক্লুও খুঁজে পাচ্ছেনা কেন?? আমি আমার ভোটটা ফেরত চাই মাননীয় প্রধানমন্ত্রী, দুঃস্বপ্ন দেখব না বলে ভোট দিয়েছিলাম কিন্তু গত ৩ বছরে তাতো দুর হয়নি বরং বেড়েছে কয়েকগুন বেশি। আর কতোকাল আশার ছলনায় ধুঁকবো আমরা?? বিনীত ভাবে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, চাটুকার পরিবেষ্টিত থাকবেন না।

চাটুকার বা তোষামদিরা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেনি আর করতেও পারবেনা কোনদিন। দয়াকরে চোখ বন্ধকরে থাকবেন না, এখন সময় এসেছে চোখ খুলুন এবং দেখুন আপনার বাবার প্রিয় বাংলাদেশ কতোটা ভাল বা কষ্টে আছে। মানুষের অবস্থা কতোটা করুন তা একবার দেখার চেষ্টা করুন চাটুকার আর রঙীন চশমা খুলে শুধু খালি চোখে…। । দয়াকরে ১বার উপলব্ধি করুন স্বজন হারা মায়ের কষ্ট।

৫ বছরের মেঘের কি এমনটা পাবার কথাছিল?? তাদের রক্ষাকরার দায়িত্ব শপথ করে নিয়েছিলেন আপনি এবং দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন, তাই সব কিছুর দায় আপনার। মেরুদন্ডহীন নপংসুককে দায়িত্ব তো আপনিই দিয়েছেন আবার আপনিই পারেন এসব নপংসুকের ক্ষমতা প্রত্যাহার করতে, সময় শেষ হয়নি এখনো……… বাংলার মানুষ কিন্তু সহজে কিছু ভুলে যায়না, জবাব দেয় তা নিরবে বা স্বরবে তখন এসব চাটুকার, নপংসুক লেজ গুটিয়ে পালাবে আপনি খুঁজেও পাবেন না। স্বজন হারানোর কষ্ট কতো প্রকট তা নাকি আপনি জানেন, তবে মেঘ বা অন্যদের কষ্ট কি আপনি উপলব্ধি করতে পারছেন?? আপনার স্বজনদের হত্যাকারিদের বিচার যদি দ্রুত করতে পারেন তবে আম-জনতা কেন বিচার পাবে না? তাদের শরীরেও তো রক্ত ছিল, রক্তের রংও ছিলো লাল তবে কেন বিচার পাবে না?? আপনার মতো ক্ষমতা ঐসব অভাগাদের নাই বলেই কি এই বৈষম্য?? যারা সিমান্ত হত্যা যারা বৈধতা দেয় তাদের মতো হায়না হারামীদের জায়গা সোনার বাংলায় খুব বেশিদিন থাকেনা, থাকবে না। আমার মায়ের বুকের ওপর দাড়িয়ে অন্যের গান বাংলার মানুষ সহ্য করবে না। অতীতের দিকে তাকালে তা বুঝতে পারা যাবে।

এসব নপংসুক মেরুদন্ডহীন মন্ত্রী ও রাজাকারের মধ্যে কোন পার্থাক্য নাই, তাই তোরা বাংলা ছাড়…………। আমরা দুষ্ট গরু চাইনা প্রয়োজনে শুন্য গোয়াল নিয়ে কষ্টকরে বাঁচবো। তোরা বাংলা ছাড়……………………। । রুনি ও সাগর হত্যার দ্রুত বিচার করো নইলে বাংলা ছাড়…………।

যদিও জানি এই লেখার করনে আমার ওপর নেমে আসতে পারে নির্যাতন হতে পারি গ্রেফতার বা অনেক রমক হয়রানি…………………তবুও বলবো অত্যাচারি তোরা বাংলা ছাড়…………………… আগে জানতাম “যার হারায় সেই জানে হারানোর বেদনা কতোটা ভয়ংকর”" এখন আর বিশ্বাস করিনা এ কথার। যদি তাই হতো তবে এতো এতো হারানোর বেদনা বর্তমান সরকার কোন ভাবেই সহ্য করতে পারত না………… এটা আসলে এখন রাজনীতিতে ফায়দা পাওয়ার হাতিয়ার………বা কৌশল কিম্বা ভন্ডামীও বলা যা…………………। । মেঘ, তুমি ভাল থেকো, ভাল থাকার চেষ্টা করো………………এই অসভ্য সমাজে হয়তো তোমার বাবা মায়ের হত্যার বিচার পাবে না। তবে এর বিচার প্রকৃতি অবশ্যই করবে, প্রকৃতি কোন অনাচার কখনো ক্ষমা করে না…………আর তুমি আমাদের কখনো ক্ষমা করো না………………ঘৃনা করো আর যদি পারো তোমার পবিত্র মুখের কিছুটা থুথু ছিটিয়ে দিয়ো এই অক্ষম আমাকে, এই নষ্ট সমাজকে আর আমাদের ভন্ড রাষ্ট্রযন্ত্রের মুখে।

তবুও যদি তোমার পবিত্র থুথু দিয়ে নিজে কিছুটা পবিত্র হতে পারি…………………………… বি.দ্র: লেখার ড্রাফ গতকাল করেছিলাম, আজ ৪৮ ঘন্টা শেষ, খুনী কি ধরা পরেছে? ৪৮ ঘন্টা কিন্তু শেষ!!! কোথায় খুনি বা অপরাধী?? আইজিপি সাহেব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন। কিন্তু স্বদেশ মন্ত্রী কোথায়?? জনগনতো তার মুখে শুনতে চায় ৪৮ ঘন্টায় কি কি হলো.......কয়জন খুনী গ্রেফতার করেছেন? মহামান্য মন্ত্রী যখন কোন কথা বলেন তখন তা মানুষ বিশ্বাস করতে চায় কারন তিনি আম-জনতা নন, তার কথার গুরুত্ব অনেক বেশি। তাদের কথায় মানুষ আশার আলো খুঁজে, কিন্তু আবারো আশাহত হতেই হলো.....................................চমৎকার.....................  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।