আমাদের কথা খুঁজে নিন

   

টাকা বেইলি রোডে ওড়ে...

এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে বেইলি রোডে কি নেই? কি ঘটেনা? বনেদি প্রেম আর প্রণয় আলিঙ্গন- গোধূলির ইভ টিজিং আর হাসাহাসি আদতে সবই গরম টাকার আয়োজন; মানচিত্রে রমনা হয়ে সামনে বেইলি রোড দু পাশে তার ভিকারুন্নেসা- সিদ্ধেশ্বরী বলয় নিত্য হাজারো ঘটনার সাক্ষী নাটক সরণী, জীবনের কোলাহলে উৎসব মুখর তন্ময়- ওড়ে ওড়ে অজস্র টাকা নাকি ওড়ে শুনি ঢাকার টাকা বেইলি রোডে ওড়ে... টাঙাইল শাড়ি কুটির, জামদানি তাঁত বিপণি রঙিন শাড়ির বাহার, আধুনিক ফ্যাশন সৃজনী কাড়ি কাড়ি কাঁচা টাকা- রমণীরা খরচ করে, শুনি ঢাকার সব টাকা বেইলি রোডে ওড়ে। কুপারস ব্ল্যাক ফরেস্ট, চকলেট কারামেল স্কাইলারক, বারবিকিউ রোডের শেষ সেল শর্মা হাউসে সন্ধ্যা যেন স্বর্গের যপ করে- আজব ঢাকার সব টাকা, বেইলি রোডে ওড়ে। কর্ণ-থাই সূপ, ফ্রায়েড রাইসের ধোঁয়ায় আল বাইকের মেন্যু, এসির হাওয়ায়- কপোত কপোতী যুগল খায় তৃপ্তি ভরে হায় ঢাকার টাকা নাকি বেইলি রোডে ওড়ে। বেইলি স্টারে ওয়াই ফাই, বুমারস ক্যাফেতে ডিনার পিঠা ঘরে নানান স্বাদের পঁচিশ পদের বাহার, বেকার স্টোরি আর সুইসে টিনএজ ভালোবাসা ঝরে ঢাকার সব টাকা নাকি বেইলি রোডে ওড়ে। ফুচকা, চটপটি, মুড়ি, ভেলপুরির হাক ডাক কেএফসি, পিজা হাট দেখে পথশিশুরা অবাক আবাল, বৃদ্ধ, বনিতা এক বাক্যে স্বীকার করে, ঢাকার টাকা নাকি সব বেইলি রোডে ওড়ে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.