"আমার কোন অঞ্চল নেই,নেই কোন সীমারেখা,যেখানে মানুষ আছে সেখানে আছে আমার আত্নীয়তা" ভারত এবং বাংলাদেশী হ্যাকারদের ঘোষিত সাইবার বা হ্যাকিং ম্যাচের উত্তাপ বেড়েই চলেছে। হ্যাকারদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরাও প্রায় সব ব্লগেই চলছে এই ম্যাচের আলোচনা সমালোচনা। রাতে আসছে ব্লাকহ্যাট হ্যাকারের ভিডিও বার্তা ।
মূলকথা: অনেক ব্লগার ভারতীয় সাইট হ্যাকিং-এ যারা জড়িত, তাদের বিচার দাবী করছেন এবং বিভিন্ন যুক্তি তুলে ধরছেন তাদের উদ্দেশ্য বলছি…
যারা হ্যাকিং করছে এবং যারা তাদের উৎসাহ দিচ্ছে আপনাদের মত বেশি না বুঝলেও, সবাই বুঝে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না। বাংলাদেশের ইতিহাস দেখুন, ১৯৫২ এবং ১৯৭১ সালে যখন এই দেশের সাধারণ মানুষ বিভিন্ন অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিল, তখনো আপনাদের মতো কিছু বেশি শিক্ষিত লোক এর বিরুদ্ধে বিভিন্ন ফতুয়া দিয়েছিল ঠিক যেমনটি আপনারা দিচ্ছেন।
আর যারা ফতুয়া দানকারী ছিল তাদেরকে আজকের দিনে রাজাকার বলে। আপনারা হইতো বলতে পারেন ৫২ এবং ৭১ সাথে কেন উদাহারণ দিলাম।
এই জন্য দিলাম একাত্তরের যারা মুক্তিযোদ্ধা তারা পাকিস্তান এবং রাজাকার বাহিনীর চোখে অপরাধী ছিল। ঠিক যেমনটি আজকের দিনে আপনারা বলছেন এবং বিচারদাবী করছেন।
অনেকে হইতো বলবেন আবেগ থেকে বলছি, হইতো আরো বলতে পারেন আবেগ আর বাস্তবতা এক নয়।
হ্যাঁ! আমি আবেগ থেকে বলছি…… এই জাতির আবেগ ছিল বলেই আজকের দিনে মায়ের ভাষায় কথা বলতে পারছি এবং সে আবেগের কারণে লাল সবুজের পতাকা উড়ছে আজ বাংলাদেশের আকাশে। সে দিন যদি এই দেশের মানুষ পাকিস্তান অনেক শক্তিশালী শক্তিশালী বলে চিৎকার করত কখনো এই দেশ স্বাধীন হতো না। ঠিক যেমনটি আপনারা বলছেন ভারত অনেক শক্তিশালী তাদের বিরুদ্ধে আমরা কেন হ্যাকিং যুদ্ধে যাব, শুধু শুধু পালতু ইত্যাদি ইত্যাদি………….
ভাই, আমরা সবাই জানি এটি অপরাধ কিন্তু এই একটু অপরাধের কারণে যদি ভারত সরকারে টনক নড়ে এবং আমাদের দেশের জনগনের সেই সব কান্ডারীদের একটু হুশ হই তাহলে সমস্যাটা কোথায়?
এদেশের প্রত্যেকটা মানুষ আমাদের আপনজন আমাদের ভাই। আমরা চাইনা আমাদের আর একটি ভাইও যেন ভারতের সে সব কুকুরদের হাতে যেন মৃত্যু বরণ না করে।
আপনারা হইতো আরো যুক্তি দিয়ে বলবেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট, কেন তাদের সাথে জগড়া করব।
আমরাও তাই বলি, কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধু সূলভ আচরণ করছে? আমরা তাদের বন্ধু বলছি তারা আমার ভাই কিংবা বোনকে গুলি করে মেরে তার প্রতিদান দিচ্ছেন। তাহলে এটাই কি বন্ধুত্ব? আপনারা কি সে কারণে তাদের হয়ে ছাপাই গাইছেন?
আসুন সবাই আওয়াজ দিই…………….
::: '৭১ এর হাতিয়ার, গর্জে উঠ আরেকবার,
বীর বাঙালি কী-বোর্ড ধরো, ইন্ডিয়ান সাইবার স্পেস ধ্বংস কর। :::
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।