আমি একজন সাংবাদিক এক ভোরে রংপুরের ফাঁকা পথে হাঁটতে হাঁটতে হু হু জোছনার মতো কেঁদে উঠেছিলাম, মনে পগেছিল, উদাসীন রমনীর কাছে কেন বারবার শ্নেহভিক্ষা করি, কেন সূর্ষের কাছে মাথা নত করি নিয়ত উপোস বুকে বৃষ্টির প্রার্থনায়? এই শহরের মেয়র কি বোঝেন, গৃহীর্ওা হতে পারে খুব গৃহহীন? শহরের বিচাকে কি জানেন, রাতের বাতাসগুলো নিঃশব্দ নালিশে ভারী? চোখ মুখে ভেবেছি আবার, রমনী বোঝে নি যে পুরুষ হৃদয় কি করে তা বুঝাবেন মেয়র?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।