আমাদের কথা খুঁজে নিন

   

ইব্রাহিম খালেদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা খারিজ

পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে করা মামলাটি আজ রোববার খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতের বিচারক আশ-শামস জগলুল হোসেন মামলাটি আজ বিকেলে খারিজ করে দেন। গত ১৮ মে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম (বিডি-থাই) লিমিটেডের আইন কর্মকর্তা আবদুস সেলিম এ আদালতে মামলাটি করেছিলেন। অন্য যাঁদের বিবাদী করা হয়েছে, তাঁরা হলেন কমিটির সদস্য মো. আবদুল বারী, তৌফিক আহমেদ চৌধুরী, নিহাদ কবীর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক, সিটি ব্যাংক এন এ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা। মামলার আরজিতে বলা হয়, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে নোটিশদাতা প্রতিষ্ঠানের নাম জড়িয়ে অসত্য, মিথ্যা, অশালীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের সামাজিক, ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে। এর আগে গত ২৪ এপ্রিল প্রতিষ্ঠানটির পক্ষে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইব্রাহিম খালেদকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.