আমাদের কথা খুঁজে নিন

   

হতভাগ্য আখেনাতেনই কি ইব্রাহিম??



মিশর প্রথাগত ভাবেই বহুইশ্বরের দেশ, প্রধান দেবতা সূর্য কিন্তু মৃতু্যর দেবতা, নরকের দেবতা, ফসলের দেবতা, নদীর দেবতা, সূর্যদেব রা এবং হোরাসের বিশাল সম্রাজ্য দেখাশোনা করার জন্য অনেক দেবতার উদ্ভব হয়েছে, প্রাথমিক ভাবে ধারনা করা হয় মিশর যখন একক সম্রাজ্য হিসেবে কোনো এক নৃপতির অধিকারে আসে তখন ঐক্য বজায়রাখার জন্য প্রথম এই ইশ্বরের ধারনার প্রচলন করা হয় সম্রাটের ক্ষমতার প্রতি সম্ভ্রমঅর্জনের জন্য, প্রথম 4 ডাইন্যাস্টির ভেতরেই এই ধারনা বদ্ধমূল হয় আপার ইজিপ্ট এবং লোয়ার ইজিপ্টের মানুষের চেতনায়। প্রথম দিকের সম্রাটরা নিজেদের সূর্যদেব বললেও একটা পর্যায়ে তারা নিজেদের সূর্যদেবের সন্তান হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। একএক করে 18টা ডাইন্যাস্টি মিশর শাসন করে। প্রথগত ধারনায় এর পর আঘাত আসে পূনরায়, আমেনহোটেপ 4, কিংবা আখেনাতেন মিশরে একক ইশ্বরের ধারনা প্রবর্তনের চেষ্টা করেন। সমস্ত মিশরের চেতনায় বড়সর একটা ধাককা লাগে এই ঘোষনায়।

আখেনাতেন সব দেবতাকে গৌন বলে সূর্যদেবকে প্রধান উপাস্য হিসেবে স্ব ীকৃতি দিলেন এবং তার উপাসনাকে বাধ্যতামূলক করার চেষ্টা করলেন। তিনি তার রাজধানির স্থান বদল করলেন,সুর্যদেব আটেনের মন্দির তৈরি হলো, রাজধানীর প্রধান মন্দিরের পুরোহিত আঈ, তার ভুমিকা মিশরের ডাইন্যাস্টি ইতিহাসে পুরোহিততন্ত্রের ক্ষমতার প্রমান। মিশরের মানুষজন এই পরিবর্তন মেনে নেয় নি, তারা বিদ্্রোহ করে, এবং রাজা তাদের দমনের চেষ্টা করেন, মিশর জুড়ে নৈরাজ্য সৃষ্টি হয়। গুপ্তহত্যা, সংঘাতে মিশরের রাজনৈটিক অবস্থা গোলমেলে হয়ে যায়। এবং এই অস্থিরতার পর একটা ভাঙ্গনের সূচনা হয়।

আখেনাতেন এতটাই অনুপ্রানিত উপাসক ছিলেন তিনি রাজ্য নষ্ট করে একক উপাস্যের উপাসনা করেছেন। রাজনৈতিক অস্থিরতার মাঝে তার মৃতু্য হয়, তার মৃতু্য রহস্যআবৃত,,তার পরবর্তিতে সমেনখারে সম্রাট হন, তিনিও সূর্যদেবের উপসনা প্রচলিত রাখার চেষ্টা করেন। তার রাজ্যকাল ছিলো সংক্ষিপ্ত, মাত্র কয়েকমাসের, হয়তো অন্তর্বর্তিকালীন রাজা ছিলেন তিনি, এরপর 9 বছর বয়েসে ক্ষমতায় আরোহন করেন তুতেনখামেন, তার রাজ্যকাল 20বছর,, এবং তুতেনখামেনের মৃতু্যর পরপরই একক দেবতা হিসেবে সূর্যদেবের উপসনার প্রচলন রদ হয়ে মিশর আবার বহুদেবতাভিত্তিক দেশে পরিনত হয়। ক্ষমতায় আরোহন করেন প্রধান পুরোহিত আঈ। তিনি মিশরজুড়ে আবারও উপসনার জন্য সকল দেবতাকেই সমান প্রাধান্য দিলেন, মিশর আবারও একিভূত হলো।

ভ্যালি ওফ কিংসে খনন শেষে এ বছর তুতেনখামেনের মা এবং তার সদ্যজাত ভাইয়ের সমাধিস্থল খুঁজে পাওয়া গেছে। সেই সমাধিস্থলে গোপনীয়তার সাথে মমি তৈরি বর্জের সাথে স্থাপন করা হয় তাকে, তুতেনখামেনের সমাধিও তড়িঘড়ি করে তৈরি করা হয়। সম্ভবত তুতেনখামেনকে হত্যা করা হয়েছিলো, সন্দেহের তীর আঈ এবং তার স্ত্র ী এবং পরবর্তিতে আঈয়ের স্ত্রির দিকেই। সন্দেহ করা হয় তুতেনখামেনের সন্তনকেও তার সাথেই সমাধিস্থ করা হয়, হায়রে ধর্মিয় বর্বরতা, শিশুরাও বলি হয় ক্ষমতার সংঘাতের, বহুইশ্বরের ধারনা থেকে একক ইশ্বরের ধারনা গমন এবং সেখান থেকে পূনরায় বহুইশ্বরবাদে ফিরে আসার পথে যত গুপ্তহত্যা হলো সবই ধর্মিয় কারনে। প্রাচীন ইহুদি রীতিনীতি, উপকথাসংগ্রহ বিশ্লেষন করে এবং মিশরের প্রাচীন উপকথা এবং ইতিহাস সংস্কৃতি সমন্বয় করে কেউ কেউ এমনটাও মতপ্রকাশ করেন যে মুসা বলে আমরা যেই মিথিক্যাল ফিগারকে চিন্তা করছি সে আসলে সুর্যউপাসক একজন ,যে রাজনৈতিক গোলোযোগের কারনে অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়েছিলো।

এবং আখেনাতেনের সাথে ইব্রাহিমকে গুলিয়ে ফেলা হয়েছে এমনটাই কারো কারো ধারনা। কেউ কেউ দাবী করছে সেই আদম, তবে সময়পঞ্জি বিবেচনা করলে, পৃথিবীতে আদমের আগমনের সময়কালের সাথে মিশরের প্রথম ডাইন্যাস্টির সময়কালের সাযুজ্য বেশী, মিশরের প্রথম ডাইন্যাস্টির সূচনা প্রায় 5000 থেকে 5500 বছর আগে, আদমের সময়কলা হিসেব করেও বাইবেলের আলোকে আদমের আগমনের টাইমফ্রেমও কাছাকাছি সময়ের। মুসার অবস্থান বাইবেলের 19 তম রজন্মে, তুতেনখামেন 18তম ডাইন্যাস্টির সম্রাট। এর পরবর্তি ডাইন্যাস্টির প্রথম সম্রাট রামেসিস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.