আমাদের কথা খুঁজে নিন

   

বেরিয়ে যান, বললেন ইব্রাহিম খালেদ

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে একজন সাংবাদিককে নিজ কার্যালয় থেকে বের করে দিয়েছেন পুঁজিবাজার বিষয়ক তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে কথা বলতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক রিয়াজুল বাশারের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। তদন্ত প্রতিবেদন প্রকাশের দিন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বহুবার চেষ্টা করা হলেও তিনি জানান, গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন না।

গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না বললেও গত ৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রকাশের পর তিনি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমকে বিশেষ সাক্ষাৎকারও দিয়েছেন। মঙ্গলবারও একটি ডানপন্থী সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হয়। এ সাক্ষাৎকার প্রকাশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক তার কার্যালয়ে যান মঙ্গলবার সকাল ১১টায়। সোয়া এক ঘণ্টা বসে থাকার পর কোনো সাড়া না পেয়ে তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে এবং মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় খবর জানানো হলে তিনি বেরিয়ে এসে বলেন, "আমি কোনো সাক্ষাৎকার দেবো না। গেট আউট।

" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৪১৪ ঘ. View this link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.