আমাদের কথা খুঁজে নিন

   

দাম্পত্যের প্রথম দিন

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব--------- মধ্যবয়সী নারীর সুঠাম দেহের অভিজ্ঞ যৌন ভঙ্গির মতোন তোমার চোখ থেকে বিচ্ছূরিত হচ্ছে আলোর ঝিলিক তোমার দেহের গঠনকৌশলে শোভা পাচ্ছে এক নিপুণ শিল্পীর কলাবিদ্যার পাণ্ডিত্য তোমার বুকের গড়নে এক শাশ্বতদর্জির ফিতার মাপের কুশলতা বোঝা যাচ্ছে তোমার দুঠোঁটের ঝিলিক দেখে মনে হচ্ছে পাঠশালায় যাওয়া আসা আছে তোমার তোমার সম্ভাষণের শব্দাবলীর গন্ধ শুঁকে মনে হচ্ছে আধুনিক রোমান্টিকতা ও প্রযুক্তিগত বিদ্যা তোমার জানা আছে শাড়ির গিঁট বাঁধার দ্রুততা দেখে মনে হচ্ছে হয়তোবা অভিনয়ের জন্য তুমি বউ সেজেছিলে কারো প্রথম রাতের অভিজ্ঞতা দেখে মনে হলো তুমি সর্বস্ব ভেসে দিয়েছো যমুনার জলে তবু তুমি চিৎকার করে উঠলে আর আমিও তোমাকে বুঝালাম, তোমাকে পেয়ে আমি খুব সুখী হয়েছি। কেনোনা আমিও কারো গিঁট খুলেছিলাম, অনধিকারে প্রবেশ করেছিলাম সিলগালা দেয়া কারখানায়।

নিসর্গ : ঢাকা ০৮.০৫.২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।