সম্প্রতি নিউইয়র্কের ইউনিভার্সিটি অফ রচেস্টারে করা একটি গবেষণায় জানা গেছে, স্বামী বা স্ত্রীর সঙ্গে রোমান্টিক সিনেমা দেখা কিংবা সিনেমা নিয়ে আলোচনা করা দাম্পত্য জীবনকে দীর্ঘ করে ও ডিভোর্সের হার কমায়। গবেষকদের মতে, এক মাসে অন্তত ৫টি রোমান্টিক সিনেমা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করলে ডিভোর্সের ঝুঁকি কমে যায় অনেকখানি।
জার্নাল অফ কন্সাল্টিং এন্ড ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রকাশিত এই গবেষণায় ১৭৪টি দম্পতি অংশগ্রহণ করেছিলো। তাদেরকে ৪৭টি রোমান্টিক সিনেমার তালিকা দেয়া হয়েছিলো এবং একমাস ধরে সপ্তাহে একটি করে সিনেমা দেখতে বলা হয়েছিলো। সিনেমা দেখার পরে সিনেমাটি নিয়ে কমপক্ষে ৪৫ মিনিট ধরে আলোচনাও করতে বলা হয়।
এই সিনেমা থেরাপির মাধ্যমে দম্পতিরা বুঝতে পারে তাদের কি করা উচিত, কি করা অনুচিত, কোনটি ভুল এবং কোনটি সঠিক। ফলে দাম্পত্য অশান্তি কমে এবং ডিভোর্সের ঝুঁকি কমে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।