আমাদের কথা খুঁজে নিন

   

সুখী দাম্পত্যের মুলে (ফান)

আপাতত লিখার কিছু নাই.....ভাবছি কি লিখব... ছগিরঃ তোমার সংসার জীবন সুখের মনে হয়। এর রহস্য কি? দবিরঃ আমরা বিষয় গুলো ভাগ করে নেই, তাই সমস্যা হয় না। আমার টা আমি করি আর আমার স্ত্রীর টা সে করে। ছগিরঃ আরেক টু ব্যাখা করে বলবে কি? দবিরঃ সংসারের বড় বিষয় নিয়ে আমি সিদ্ধান্ত নেই আর ছোট বিষয় গুলো নিয়ে আমার স্ত্রী সিদ্ধান্ত নেয়। আমরা কেউ কারো সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না। ছগিরঃ একটা উদাহরণ দেয়া যায়? দবিরঃ অবশ্যই। যেমন কি গাড়ি কিনা হবে, বাসায় এয়ারকন্ডিশন লাগানো হবে কিনা, এই মাসে জুয়েলারি কিনা হবে নাকি সামনে মাসে, আমরা কি বাচ্চাদের নানা বাড়ি বেড়াতে যাব নাকি দাদা বাড়ি বেড়াতে যাব, বাচ্চাদের দাদা-দাদী এই বাসায় আসবার অনুমতি পাবে কিনা, কোন মাসে কত খরচ আর কত সেভ হবে ইত্যাদি সব তুচ্ছ ও ছোট বিষয়ে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী, আমি তার সিদ্ধান্তে কোন না করিনা। আর অনেক বড় বড় বিষয় যেমন আমেরিকার ইরান আক্রমন করা ঠিক কবে কিনা, শচীন টেন্ডুল্কারের অবসর নেয়া উচিত কিনা, দেশে তত্বাবধায়ক সরকার দরকার কিনা, কানাডার ইমিগ্রেশন নীতিমালা আরো সহজ করা দরকার কিনা ইত্যাদি এই রকম বিষয় গুলিতে আমি মতামত দেই, যেখানে আমার স্ত্রী কখনই দ্বি-মত করে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।