আমি আমিই সাম্প্রদায়িকতা নিয়ে অ-অনুসন্ধান মুলক একটি পোষ্ট স্টিকি করা হয়েছে। মেইনস্ট্রিম মিডিয়াকে দোষ দেওয়া হচ্ছে - পক্ষপাত দোষের কথা বলা হচ্ছে। কিন্তু এই পোষ্টটি যাতে শুধু মন্দির ভাংগার চিত্র, তা স্টিকি করে কি পক্ষপাতদুষ্টতাকেই সমর্থন করা হচ্ছে না? তাহলে শুধু মেইনস্ট্রিম মিডিয়ার বুকেই কলং্ক মাখা কেন?
মিডিয়ার দুজন মানুষ একদিন আগে মারা গেল।
বাংলাদেশ দেখলো তাদের বং্গ সন্তানরা কতো নিষ্ঠুর হতে পারে।
নষ্ঠ হয়ে যাচ্ছে একি দেশের সংস্কৃতি, শিল্প, মনুষত্য।
A decay in Moral and Ethical values!
সেইসব নিয়ে লেখা পোষ্ট স্টিকি হয় না। হয় অসাম্প্রদায়িকতার কথা বলা একটি সাম্প্রদায়িক পোষ্ট ! নিশ্চয়ই বিধাতার অসীম কৃপা জনাব কৌশিকের প্রতি। পুজোর ঘরে নিশ্চয়ই আপনার অনেক যাতায়াত? আর পুজারি অবশ্যই সামহোয়ারের কেউ।
পুনশ্চ: সাগর-রুনির মৃত্য আর মেঘের কষ্ঠ দেখে কিছু ভালো লাগছে না। মন খুব খারাপ।
সামহোয়ারের কি উচিত ছিলো না সেই বিষয়ের কোন লেখা স্টিকি করার। ডান-দিকের ছোট কলামটি যথেষ্ঠ নয়! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।