সকাল বেলা ফোনটা বেজেই চলছে। কান চেপে ধরলাম। শব্দটা যেন মগজে ঢুকে গেছে, সেখানে বাজছে তো বাজছেই। কান চাপা দিয়েও এড়াতে পারলাম না। ও ঘর থেকে মা চেচাচ্ছে,
'ওরে কৃষ্ণ তোর ফোন.........কৃষ্ণ.......ওরে'
শেষমেশ ফোনটা ধরলাম।
ওপাশ থেকে আনিসের গলা পাওয়া গেল,
'কিরে হিন্দু! এখনও ঘুমাস?'
'হু। রাতে ঘুম হয় নি'
'গতকাইল খেলা দেখস নাই?'
'প্রথম দিকে এট্টু দেখছি। পরে শ্বশ্মান-টশান করে আর দেখতে ইচ্ছা হয় নি। গতকাল আমার ঠাকুরদা মারা গেছেন। ''
'তুই এখন কই?'
'গ্রামের বাড়ি।
'
''মানে ইন্ডিয়ায়?'
'ইন্ডিয়ায় হবে কেন? সিরাজগঞ্জ-এ। '
'আমি তো কার কাছে য্যেন শুনছি তর ঠাকুরদা ইন্ডিয়ায় থাকে। '
'এইগুলা কে বলছে তোকে?'
'বাদ দে। কাইল বাংলাদেশ ৬ উইকেটে জিতছে, ইংল্যান্ডরে যা একটা ধ্বাক্কা দিসে না? তুই হালা মিস করছস। অবশ্যি তরে আর কইয়া কি লাভ বাংলাদেশ-ভারত খেলা হইলেও তো মনে মনে ইন্ডিয়া-ইন্ডিয়া করস।
'
'হ-তোরা যেমন পাকিস্তান-পাকিস্তান করস?'
ফোনটা কেটেই দিলাম। মনটা আরও খারাপ হয়ে গেল। ঠাকুরদা মৃত্যু সংবাদটা না দিলেই বোধহয় পারতাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।