চোখের আয়নায় প্রতিফলিত সার্থকতায় অনুপ্রাণিত প্রাণ
তোমার বাড়ির হরিনাম আমার ঘরের আজানের ঘোর শত্রু। ফলে কী কান্ডটাই না ঘটে যাচ্ছে হামেশা। রক্ত তো আর সাপ-নেউলের ভাষা বোঝে না। সহজাত ধর্মে প্রশাখার প্রাণ রক্ষার্থে ব্যস্ত। আর বাতাসেরও বলিহারি, তোমার শরীর ছুঁয়ে আমার ত্বকে খেলে যায় নিবিড় উষ্ণতা।
পারস্পারিক আবেগে উদ্ভাস হতে চায় পৃথিবী।
তোমাদের ইজ্জত ধুয়ে দেবে আমাদের ঈমানিত মনের ভিত। অযথা কেন গো উড়ালে গায়ের কাপড়। দেহ তো এক, জানি। আর অশুচিতে আমাদের বড়ো পাপ হয়।
পরমেশ্বর প্রাপ্তিতে রক্তস্নানই আমাদের পরম পূণ্যার্থ।
অবধারিত নিয়ামক খুলে দেয় অলৌকিক স্বর্গের দ্বার, ঝুলন্ত মুলোর মহিমায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।