আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সকল সংখ্যালঘুদের আস্থা ফিরিয়ে আনতে চলুন হাটহাজারী!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে আগামী বৃহস্পতিবার রাতে আমরা কজন চট্টগ্রাম যাবার প্লান করছি। সাম্প্রদায়িক উসকানি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে কথা আমাদের ইতিহাস জুড়ে বিরাজমান। ২০১২ সালে এসে এমন ঘটনা ঘটবে এটা মানা যায় না। এটা আমরা ঘটতে দেবো না। যে ক্ষত গত বৃহস্পতিবার ও শুক্রবার হাটাজারিতে সৃষ্টি হয়ে গেছে সেটা সহজে উবে যাবে না।

দুটো সম্প্রদায় পাশাপাশি বাস করে এসেছে হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে। আমরা দেখেছি অতীতে কেবলমাত্র রাজনৈতিক কারণেই হিন্দু-মুসলমানদের মধ্যে নীল নকশা করে দাঙ্গা সংগঠন করা হয়েছে। আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় বড় ধরণের চিড় ধরিয়ে এসেছে সবসময় সাম্প্রদায়িক শক্তি। কিন্তু তারপরেও এই দেশের মাটি সবসময় ধারণ করেছে সহাবস্থানের শান্তিপূর্ণ আবাস। ধর্মকে আমি বিশ্বাস করি না, কিন্তু কোটি কোটি মানুষ বিশ্বাস করে।

মানুষের পারস্পরিক ধর্মবোধের জায়গায় ঘৃণার বিচ্ছুরণ সম্প্রদায়গুলোকে অবিশ্বস্ত করে তোলে। সমাজে এর প্রভাব ভয়াবহ হয় সর্বদাই। এই নাজুক পরিস্থিতিকে আমাদের মননশীলতার জায়গা দিয়ে বিচার করতে হবে। সেজন্য আগামী শুক্রবার আমরা হাটাজারী ঘুরে দেখবো। লাইভ ব্লগিং করবো আর মানুষের কথা শুনবো।

যারা যেতে চান মোস্ট ওয়েলকাম। তবে অবশ্যই আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা থাকতে হবে। নাম লেখাতে পারেন, ধর্মবোধে আহত মানুষদের মানসিক অবস্থা জাগ্রত করার জন্য আমাদের হাত বাড়িয়ে দেয়া এখন সবচেয়ে বড় কর্তব্য। মিডিয়া ভুলে যায় যাক - আমরা ভুলতে দিতে পারি না। ফেসবুক ইভেন্ট পেজ - যোগ দিতে ও আপডেট জানতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.