বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও,
দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও।
পরের গাছে পানে কেন মিটমিটায়া চাও বাবারে,
পরের গাছে পানে কেন মিটমিটায়া চাও।
আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও,
দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
পরের গাছে পানে কেন মিটমিটায়া চাও বাবারে,
পরের গাছে পানে কেন মিটমিটায়া চাও।
আরে মানষের ভিড়ে চাপাচাপি,
দয়াল বাবা করে কাপাকাপি।
মানষের ভিড়ে চাপাচাপি,
দয়াল বাবা করে কাপাকাপি।
বাবা তোমার বাংলাদেশে কত কলা চাও,
আরে বাবা তোমার বাংলাদেশে কত কলা চাও।
কলা বাগান চাষ করইয়া কষ্ট করে খাও বাবরে
কলা বাগান চাষ করইয়া কষ্ট করে খাও।
বাবা কলাটাই অতো বড়,
কেউ কথায় আছ আমায় ধর;
বাবা কলাটাই অতো বড়,
কেউ কথায় আছ আমায় ধর;
কলা আনতে কোথায় বাবাই বলে দাও,
আরে কলা আনতে কোথায় বাবাই বলে দাও।
দিনে তোমার খাতি হয়না সবই খাদ্য খাও বাবরে,
দিনে তোমার খাতি হয়না সবই খাদ্য খাও।
আছে যারা জ্যান্ত বাবা, আহা তারাই আজই দয়াল বাবা,
আছে যারা জ্যান্ত বাবা, আহা তারাই আজই দয়াল বাবা।
এই জনগনে ধরলে ঠেসে করবা হাওমাও,
এই জনগনে ধরলে ঠেসে করবা হাওমাও।
বলবে সবাই ঠেইসা ধরে তোমার বাপের কলা খাও তোমার,
বলবে সবাই ঠেইসা ধরে তোমার বাপের কলা খাও।
নিজের কলা আগে আনো
কেন পরের কলা দরে টানো?
বাবা নিজের কলা আগে আনো
কেন পরের কলা দরে টানো?
শেষে কলা এত খুললে কেন এবার বুঝাইয়া দাও,
শেষে কলা এত খুললে কেন এবার বুঝাইয়া দাও।
সব কলা খাওয়া শেষ হলে নিজের কলা খাও বাবারে
কলা খাওয়া শেষ হলে নিজের কলা খাও
আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও,
দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও।
পরের গাছে পানে কেন মিটমিটায়া চাও বাবারে,
পরের গাছে পানে কেন মিটমিটায়া চাও।
আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও,
দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও।
পরের গাছে পানে কেন মিটমিটায়া চাও বাবারে,
পরের গাছে পানে কেন মিটমিটায়া চাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।