আসুন উষ্কানী মূলক রাজনৈতিক বক্তব্য পরিহার করি।
আমার বড় বোন কুসুম আমাকে রাখি পরাচ্ছেন।
আমার ছোট বোন মুনমুন আমাকে রাখি পরাচ্ছেন।
আমার মেজ বোন কুমকুম আমাকে রাখি পরাচ্ছেন।
আমাদের মুসলিম সমাজে মেহেদী আনুষ্টানে এক রকম ফূলদিয়ে ছোট মালার মত তৈরী করা হয়।
যা অনেকটা মহিলাদের চুরির মত। এটার নাম নাকি ( রাখি), যাই হোক এই রাখিটা বিশেষ করে ভাইয়ের বিবাহের মেহেদী অনুষ্টানের শুরুতে বরের বোনরা ভাইয়ের হাতে পরিয়ে দেন। এটা নাকি রেওয়াজ। জানিনা আমাদের চট্টগ্রাম ব্যাতিত অন্য জেলা বা অঞ্চলে এই প্রথা আছে কিনা?
তায় আমার বিবাহের মেহেদী অনুষ্টানে আমার বোনরা আমাকে বললেন রাখি কিনেছি কিনা?
প্রথমে কেনা হয়নি পরে মেহেদী অনুষ্টানের দিন সকাল ১০টার দিকে আমাদের বোয়ালখালী থানা সদরে গিয়ে রাখি কিনলাম।
আরো অন্যআন্য বাজার ও কাজ সেরে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলাম।
কিন্তু হঠাৎ কিছু দুর যাবার পর মনে পরল হায় একি আমি তো ১ টি রাখি কিনলাম, কিন্তু আমার তো ৩ বোন, আবার পেছনে ফিরলাম দোকানে গেলাম আরো ২ টি রাখি কিনে বাড়ীতে ফিরলাম।
আমি চেয়েছিলাম তিনটি রাখ তিন রংয়ের কিনার জন্য, কিন্তু তিন রংয়ের রাখি পাওয়া গেলনা, পাওয়া গেল ২ রংয়ের, সোনালী ও সিলভার রংয়ের।
সেই তিন বোনের রাখি পরানোর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।