আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার পাইরেসি হতে এক ধাপ দূরে সরে আসলাম

সামু আমার মামু আমি কি রকমের সফটওয়্যার পাইরেসি (চুরি বা ডাকাতি) করতাম তা জানতে আমার এই লেখাটি পড়তে পারেন "পাইরেটেড এক দিন " বর্তমানে আমি এক যুগ পুরানো ওএস উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী। আমার মাদারবোর্ড জানালা ৭ সাপোর্ট করে না। নাহলে ৪০০০ টাকা দিয়ে জানালা ৭ কিনে নিতাম। অন্য দিকে অজানা এক কারণে আমার পিসিতে উবুন্টু ইনস্টল হয় না (১০.০৪ এ মাউস কিবোর্ড না পাওয়ার সমস্যা ছিল আর ১১.০৪ এ বুট হবার কিছুক্ষণ পরে থেমে যায় - উবুন্টুর লাইভ সিডিই চলে না অন্য দিকে ভারি লাইভ কুবুন্টু ভালোই চলে)। এখন যেহতু আরো দুই বছর মাদারবোর্ড আপগ্রেড করার ইচ্ছা নেই তাই পাইরেটেড উইন্ডোজ এক্সপি এর মধ্যে যতখানি সম্ভব ফ্রি সফটওয়্যার ব্যবহার করার ইচ্ছা।

কিছু দিন ধরে ব্যবহার করা পাইরেটেড সফটওয়্যার বিকল্প ফ্রি সফটওয়্যার এর লিস্ট নীচে দিলাম ও নিজের ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করলাম। ১। আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : Internet Download Manager (IDM) বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : Free Download Manager (FDM) ডাউনলোড লিংকঃ Click This Link অভিজ্ঞতা : আমি IDM এর হার্ডকোর ব্যবহারকারী ও ফ্যান। কিন্তু চুরি করতে মন আর সায় দিচ্ছিল না। কিন্তু মূল সমস্যা হলো আসলেই কি আইএমডির বিকল্প আছে ? প্রথমেই Jdownloader,flashget,orbit ট্রাই করলাম বাট বেশী সুবিধা মনে হলো না।

Jdownloader একটু ভাল ছিল কিন্তু আইপি চেঞ্জ হলে মিডিয়াফায়ার রিজিম সুবিধা পেলাম না। FDM ব্যাবহার করে দেখলাম যে এটার সকল ফিচার প্রায় IDM এর কাছাকাছি। হাইস্পিড, ডাউনলোড কিউ সুবিধা, স্পিড লিমিট ও মিডিয়াফায়ার রিজিম ফুল সাপোর্ট(খালি আইপি চেঞ্জ হলে ম্যানুয়ালি নতুন লিংকটি বসিয়ে দিতে হয়) ও এক ক্লিকে ফ্লাশ ভিডিও ডাউনলোড সুবিধা । ২ আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : MS Office 2010 বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : LibreOffice 3.4 ডাউনলোড লিংকঃ http://www.libreoffice.org/download/ অভিজ্ঞতা : LibreOffice 3.4 ও পুরান অফিস ২০০৩ এর মধ্যে আমার তেমন কোন পার্থক্য চোখে পড়ল না। কাজ চালানো যায়।

এটা নিয়ে পরে আলাদা টপিক খুলবো। ৩ আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : DU Meter (ইন্টারনেট স্পিড মনিটর করার জন্য ব্যবহার করা হয়) বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : Networx ডাউনলোড লিংকঃ Click This Link অভিজ্ঞতা : গ্রাফিক্স হয়তো DU Meter এরচেয়ে নীচু Networx এর। কিন্তু কাজ সেম টু সেম করছে। কাজ যদি একি হয় তবে কেন পাইরেটেড DU Meter ব্যবহার করবো ? ৪ আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : InchWest Hotkeycontrol 7(কিবোর্ডের বিভিন্ন কী ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়) বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : HotKeyz 2.4 ডাউনলোড লিংকঃ Click This Link অভিজ্ঞতা : ভালই দ্রুততার সাথে পিসি লক,হাইবারনেট ও স্লিপ মুডে নিতে পারছি। ৫ আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : Kaspersky Internet Security 2012 বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : Avast! Free Antivirus 6 ডাউনলোড লিংকঃ http://www.avast.com/free-antivirus-download অভিজ্ঞতা : পিসিতে যে এন্টিভাইরাস আছে তা টেরই পাচ্ছি না !!! এখন পর্যন্ত কোন ভাইরাস হামলার শিকার হয় নাই।

৬ আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : Windows Firewall/Kaspersky Internet Security 2012 বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : Comodo Firewall ডাউনলোড লিংকঃ Click This Link অভিজ্ঞতা : ইনি আবার এভাস্টের উল্টা। দিনে দশবার জানান যে তিনি আছেন। কোন সফটওয়্যার আমাকে ফাঁকি দিয়ে ইন্টারনেট একসেস করতে পারেনা। ৭ আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : Adobe Photoshop বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : পেইন্ট ডট নেট (Paint.NET) ডাউনলোড লিংকঃ http://www.getpaint.net/download.html অভিজ্ঞতা : আসলে ৪০,০০০ টাকা দামের সফটওয়্যার এর সাথে ফ্রী সফটওয়্যারের তুলনা করা বোকামি। কিন্তু যে সকল কাজ সহজেই ফ্রী সফটওয়্যারে করা যায় তা আমি কেন পাইরেটেড সফট ব্যবহার করবো ? তাই ব্যকআপ হিসেবে Photoshop পিসিতে রাখলাম।

অন্য দিকে গিম্প (GIMP) আমার কেন জানি পছন্দ হয় না। তাই ফ্রী গিম্প (GIMP) আমি ব্যবহার করি না। ৮ আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : CyberLink PowerDVD Deluxe বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : VLC Player ডাউনলোড লিংকঃ http://www.filehippo.com/download_vlc/ অভিজ্ঞতা : ফুল স্ত্রিন করলে সবই সমান। আর অন্য দিকে অনেক কম ram ব্যবহার হচ্ছে ভিএলসিতে । আর বাকি সফটওয়্যার গুলো আগে হতেই ফ্রী বা ওপেন সোর্স ছিল।

এখন একটু মনে শান্তি পাচ্ছি এই ভেবে যে, আমার পিসির প্রায় ৮০% সফটওয়্যার এখন বৈধ ) । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.