আমাদের কথা খুঁজে নিন

   

কে কিভাবে তার প্রেমিকাকে ভালবাসার কথা প্রকাশ করবেন!

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. ১৪ই ফেব্রুয়ারি আসছে ভালবাসা দিবস। এই দিনটিকে সামনে রেখে অনেক প্রেমিক ভাইরা প্লান করে থাকেন, কি করে কাটানো যায় এই দিনটিকে। কেউ কেউ আবার তার মনের মানুষকে প্রপোজও করে থাকেন এই বিশেষ দিনে। একেক জনের প্রপোজ করার ধরন আবার একেক রকম। আবার তাদের মনের অব্যক্ত ভালবাসার কথা বলার ধরনও একেক রকম।

তাহলে আসুন জেনে নেই এই ভালবাসা দিবসে কে কিভাবে তার প্রেমিকাকে ভালবাসার কথা জানাতে পারে। ১। ডিজুস প্রেমিকের প্রকাশ Hey, babes. What’s up? আজকে জোশ একটা দিন কাটাবো তোমার সাথে। I know, তোমার একটু আনইজি লাগবে কিন্তু Whatever! Oh boring! Actually… ummm… u know ……. ইউ আর …….. টু মাচ! Somebody call her mama!!! Ummm… aaa… hey sexy… come on …. ২। বহুলুল প্রেমিকের প্রকাশ তুমি আসলা আজকে! আসলে মানে ...... তোমাকে দেখে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

তোমাকে আজ অসাধারণ সুন্দরী লাগছে। তবে এত পাতলা শাড়ি পরে এসেছো কেন? সব ......... আসলে......। । আজকে লিটার ............। না মানে সে এমনিতেই আমার সাথে ঘুরতে... আবার এদিকে দুপুরের পর মিতার সাথে আমার আবার......।

না মানে রাতে আবার জিনিয়ার সাথে......। । উফফফ! কি হচ্ছে এসব! বাদ দাও। চল, তোমাকে নিয়ে একটা ১৮+ মুভি দেখে আসি। তোমাকে ওখানেই কিছু একটা বলতে চাই।

৩। শিক্ষক প্রেমিকের প্রকাশ তুমি তো জানোই যে নিউটনের ৩য় সুত্র। নতুন করে বলে দেয়ার কিছু নেই। আমি জানি তুমি আমার ক্লাসের সবচেয়ে মনযোগী ছাত্রী। মাঝে মাঝে তোমাকে পাটিগণিতের সরল পাঠ পড়াতে যেয়ে মনে হয় তোমার চোখের দৃষ্টিতে হারিয়ে গিয়েছি।

পরে পথ ফিরে পাই যখন গাছ থেকে ১ টা আপেল আমার মাথায় টুপ করে পরে। তোমাকে আসলে যে কথাটা বলতে চাই সেটা আসলে খুব ছোট একটা কথা। অংকের হিসেবে বিবেচনা করলে ৮ টা সংখ্যা আছে। কবি, লেখকরা দিস্তার পর দিস্তা কালি খরচ করে এই বিষয়ে লিখেছেন। কবি বলেছেন ............।

৪। মাস্তান প্রেমিকের প্রকাশ ওই হুনসো নি? ঐ পাড়ার কোন বদ পোলা নাকি তোমারে চোখ মারে! আমি কিন্তু কইলাম পুরা সানডে মানডে ক্লোজ কইরা দিমু! ছিল্লা কাইট্টা লবণ লাগাইয়া আচার দিয়া খামু! আমার প্রিয়ার লগে মশকরা করতে আইসে! কোন বাপের ব্যাটা হইসে! এতকিছু বুঝি নাইক্কা। আই তোরে ভালবাসি। এক্ষণ কি কবি ক। আমি এতকিছু জানি না।

৫। রাজনীতিবিদ প্রেমিকের প্রকাশ আমি নেতার মাথায় হাত রেখে কথা দিচ্ছি, আগামী ৫ বছর তোমাকে আমি রাণী করে রাখবো। এই ৫ বছরে যা কামাবো তা আগামী ২০ বছর ধরে চললেও শেষ হবে না। আমরা আবার ক্ষমতায় আসলে মনে কর যে তোমাকে আমি রাণীর রাণী কইরা রাখুম। আর আমরা আবার আসলেই মনে রাইখো পরের প্রজন্ম তো বটেই তার পরের প্রজন্ম কোন কাম না কইরা বইসা বইসা খাইতে পারবো।

এইবার বল তুমি আমাকে ভালবাসো কি না? ............ ৬। বোকা প্রেমিকের প্রকাশ কি আজব! ভালবাসা আবার কি জিনিস! খায় না মাথায় দেয়। এতদিন জানতাম ভাল + বাসা কিন্তু এখন শুনি ভালবাসা! ২ টা তো এক শব্দ না। আমি ভাই এতকিছু বুঝি না। তুমি কি আমাকে কিছু বলবা? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আচ্ছা সবাই এভাবে আমাদের দিকে এভাবে করে তাকিয়ে আছে কেন? ৭।

ডাক্তার প্রেমিকের প্রকাশ আজ তুমি আমাকে ওটি তে নিয়ে যাও। তারপর সবার অগচোরে আমার বুকে ছুরি চালিয়ে দাও। তারপর নিজেই দেখো এই হৃদয়ে কার নাম লেখা! যদি এভাবে তোমার পরীক্ষা করতে ভয় লাগে তাহলে আমার স্টেথস্কোপটা নাও। আরপর পরীক্ষা করে দেখো কেমন দুরু দুরু করছে এই বুকটা। আর তুমি যদি এভাবে দেরি করতে থাকো তাহলে হয়তো আমার প্রেশার বেড়ে যাবে।

রক্ত স্বল্পতাও হতে পারে। ইউরিনের প্রব্লেম হওয়াটা উড়িয়ে দেয়া যায় না। আবার ............ যে যেভাবেই বলুক না কেন, তাদের মনের সব কথার মানে একটা কথাতে যেয়েই থেমে যায়। আর তা হল "আমি তোমাকে ভালবাসি" । বিঃদ্রঃ ১টি এম ১৫৪ ধারা পরিবেশনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.