আমাদের কথা খুঁজে নিন

   

চ্যানেল নাইন মোরে আশা দেখাইল এবং সেই সাথে মোরে কঠিন ভাবে হাবলাইয়া দিল

চ্যানেল নাইন হা ভাই ! চ্যানেল নাইন । দেশের একমাত্র সম্পূর্ণ বিনুদুন ধর্মী চ্যানেল । ২৪ ঘন্টা বিনুদুন আর বিনুদুন । কুনো খবর নেই , নেই কুনো ঘুমপাড়ানি টক শো । সব ধরনের বাংলাদেশি ও বিদেশি সুস্থ ধারার বিনুদুন লইয়া আইছে এই চ্যানেল নাইন ।

চ্যানেল নাইন পরথমে সবাইরে টাশকি যত্নের সাথে খাওয়াইয়া বিপিএল আয়ুজন করতাছে । এই টাশকি টা কিন্তু সবাই খুশি মনে খাইছে এন্ড এই চ্যানেলডার জন্য শুভ কামুনা জ্ঞাপন করেছে । মাগার মুই , মানে আমি অর্থাত্‍ আমি হাবলু সারাজীবন অন্যদের ধইরা কষাইয়া হাবলাইছি , মাগার জীবনে কারো দ্বারা হাবলিত হই নি । কিন্তু চ্যানেল নাইন আজ আমারে উল্টো হাবলাইয়া দিল !!!! কেন আমার কপালে এ দুর্গতি তা নিম্নে আলুচনা করা হল: সপ্তাহখানেক আগে (হয়ত) চ্যানেল নাইনের উদ্বোধনী অনুষ্ঠান হইছিল যার পুনঃপ্রচার আজ বড় আশা লইয়া দেখিতেছিলাম । বড় আশা লইয়া দেখিতেছিলাম ।

স্টেজটা হয়েছিল চমত্‍কার । লোগো উদ্বোধন হইল ডিজিটাল ভাবে । পোর্টেবল পর্দায় গুতা যেইনা মারা হল অমনি লোগোখানা ঘুরে উন্মোচিত হইল । সবচেয়ে ভাল লাগল স্বাধীনতা যুদ্ধের ৯ মাসের যুদ্ধের চেতনায় এই চ্যানেল নাইন । তাহসান মিথিলা ছিল উপস্থাপক ।

দেশি বিদেশি পারফরমেন্স দেইখা চমত্‍কৃত হইলাম । কিন্তু যে জায়গাগুলোতে আমি হাবলাইত তা হইল বিদেশি পারফরমারদের পারফরমেন্স সমন্ধে । তা হইল , ইউগি'স এন্জেল দের দুর্বল পারফরমেন্স । তাদের পারফরমেন্স দেইখা মনে হল তারা কোনমতে টাইম পাস করতেছে । কি অন্যায় !! কুয়িক চেন্জ দের পারফরমেন্স কি হইল বুঝিলাম না ।

হেরায় নাকি ট্যালেন্ট হান্ট এ ফাশ্ট হয়েছিল । ওরে লুল !!! ওরে , একটানে ফ্রক খুলে শর্টস খুললে আধুনিক হওয়া যায় না । আর আমরা বাংলাদেশিরা এখনো সভ্য আছি । আমরা ভিট লাগানো উরু দেখাইয়া দেখাইয়া বেড়াই না ,বুঝেছেন ??? আর ইন্ডিয়ান দের নাচ ??? পুরা টাশকাইয়াত লুল । টাইট জামা পইরা অতি আধুনিক হইয়া !!! নাচতে নাচতে বেহুশ হইয়া গেল ।

ওরে লুলায়িত লুল , যে দেশে বাংলাদেশি টিভি চ্যানেল নিষিদ্ধ , সেই দেশ থেকে ছাগুলে লুল আইন্যা নাচানো আর বাংলাদেশকে অপমান করা একই কথা । এরপর আর ঐ লুলায়িত অনুষ্ঠান দেখার উত্‍সাহ হারাইয়া ব্লগাইতাছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.