আমাদের কথা খুঁজে নিন

   

ধরুন বর্তমান ............মন্ত্রী বাবার পথে চলে গেলেন, তাহলে কোন কোন চ্যানেল এ খবর প্রকাশ করবে আর কোন কোন চ্যানেল প্রকাশ করবে তার একটি পূর্ব তালিকা প্রকাশ করার জন্য জরিপ করা হোক কারন পাপ নাকি বাপকেও ছাড়ে না । কল্প নাকি সত্য আবার সত্য নাকি কল্প !!!!!!! আজ আ

আজ স্বাধীনতার স্বাদ নিতে এসে কেমন যেন বিস্বাদী হয়ে যাচ্ছে আগামীর সম্ভাবনা । আমরা যারা তরুন সমাজের মধ্যে পড়ি তারা কোথা থেকে শিখব । নচিকেতার ঐ গানের মত, শুধু কথা না শুনে বড়দের দেখেই শিখো । আর তাই যদি করতে যাই তাহলে পরিনাম কি হবে । বর্তমান সরকার ক্ষমতায় এসেছে তিন বছরের বেশি সময় হয়ে গেল ।

কিন্তু বাবার নাম প্রচার আর আত্মিয় স্বজনদের পেট ভারী মানে পকেট ভারী ছাড়া শুধু একটা কাজই মনে হয় করেছেন দেশকে ভালোবাসার কথা বলে দেশের সর্বনাশ তথা বারোটা বাজিয়েছেন । পুরোনো দেশপ্রেমিক যারা তারা বর্তমানে খুব আক্ষেপ করে অনেক কথাই বলছেন.... ১। আইয়ুবের শাসন আর মুজিবের ভাষন.... একটু চিন্তা করলেই বোঝা যাচ্ছে মুজিবের ভাষনই ছিল মূল । কর্মকিন্তু নয় তথা শাষনও কিন্তু নয় । ২।

মুজিব ছিল শুধুমাত্র নায়ক । যারা পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য, সংলাপ, নিদের্শনা ছিল অন্যের হাতে । যারা এসকল গুরু দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু পর্দার আরালেই আছে । এর কিছুটা সত্যতা কিন্তু আমরা খুজে পাই যদি একটু কাল ক্ষেপন করি । প্রকৃত মুক্তিযোদ্ধাদের কজনের হাতে এখন সনদ আছে আর যাদের হাতে সনদ আছে তারা কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা ।

অন্যদিকে যাদের হাতে মুক্তিযোদ্ধা সনদ আছে এবং গুরুত্বপূর্ন পদে বহাল আছেন তাদের ১৯৭১ সালের পূর্বে কত সম্পদ ছিল আর মুক্তিযুদ্ধের পরে কত সম্পদের মালিক হয়েছেন । যদি পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে তাদের হাতে এত সম্পদ আসার উৎস কোথায় বা কিভাবে তারা এত সম্পদের মালিক হয়েছেন । ৩। আসলে মুজিব কি দেশ স্বাধীন হোক এটা চেয়েছিলেন নাকি ক্ষমতা??????? এ ধরনের কথা শোনা যায় । বর্তমান সরকার পন্থী যারা তারা বলেন এটা বিরোধী দলের লোকদের মুখোরোচক কথা ।

কিন্তু যদি সত্যি একথাটা মিথ্যা হয় তাহলে শেখ মুজিব যখণ মারা গেলেন তখান নাকি খুব কম মানুষই নাকি কান্না বা মন খারাপ করেছেন । এর অন্য একটি কারনও নাকি ছিল.... মুজিব কর্তৃক গঠিত রক্ষি তথা লাঠিয়াল বাহিনী বাহিনীর প্রতি জনগণের অনাস্থা । যার পরিনতি জীবন দিয়ে শোধ করতে হলো । ******* আরো অনেক কথা অনেকে বলে । এগুলো বিশ্বাস করতে মন চায়না ।

তবুও মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে । কখনো কখনো মনে এতটাই প্রশ্নবোধক তৈরি হয়, কেন যেন খুব অপরাধী লাগে । যেখানে স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ভ করা উচিত সেখানে কিনা মাথা হেড হয়ে যায় । প্রশ্নের উত্তর খুজতে থাকি । আমরা স্বাধীনতা নামে কি পেলাম ??????? এ লজ্জ্বা থেকে বাচঁতে চাই ।

কতটুকু পেরেছি বা পারছি নাকি কতটুকু পারবো ???????? বর্তমান প্রধানমন্ত্রী কি তাহলে বাবার পথেই হাটছেন । এখনও সময় আছে জেগে উঠুন । আর কত আর কত মানুষের রক্ত চান আপনি শুধুমাত্র অপকর্ম যাতে প্রকাশ না পায় তার জন্য । সত্যিকার দেশপ্রেমিক হলে দেশের কথা একবার ভাবুন । আজ যে সকল চামচা আপনার চারপাশে ঘুরছে বিপদে তাদের আর পাশে পাবেন না ।

এ সকল দুধের মাছিদের তাড়িয়ে দিন । আরো অনেক কথাই বলতে মন চায় কিন্তু আমি লেখক কিংবা চিন্তবিদও নই তাই আর নয় । আপনাদের অনেক সময় নষ্ট করলাম যারা কষ্ট করে পড়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল । নিচের লিংকটা একটু দেখবেন যা পড়ের আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে । ধন্যবাদ ভালো থাকুন ।

Click Here for details...... এখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.