::: দেশের কৃষ্টি -কালচার, ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্যঃ- ১) এই মুহূর্তে শিশুদের জন্য একটি বাংলা কার্টুন চ্যানেল অত্যাবশ্যক ২) অলস মহিলাদের জন্যও একটি বাংলা সিরিয়াল চ্যানেল দরকার [ মজার ও দুঃখের ঘটনাঃ আমার এক ঘনিষ্ঠবন্ধু একদিন বাসায় গিয়ে দেখলো তার মা ( অবসর প্রাপ্ত স্কুল হেড-মাষ্টার) আর কাজের বুয়া দুঃখে হা-হুতাস করে কান্দা-কান্দি করতেছে, কারন তদন্ত করে বন্ধু জানতে পারল্র "সিরিয়ালের এত সুন্দরী মেয়েটাকে তার স্বামী ডিভোর্স দিল .... তাই তাদের এই কান্না (!!!!!) ] [ আর বর্তমান ইয়াং আপামনিদের (সবাই না কিন্তু, তবে অনেকেই) কেচ্ছা আর কি কইমু ........... হিন্দি সিরিয়াল দেখতে দেখতে তাদের অনেকেই বাস্তব জীবনেই এক একটা হিন্দি সিরিয়ালের কেচ্ছা-কাহিনির জন্ম দিতাছে( চাল-চলন, কথাবার্তা, পোশাক, ঢং, হাব-ভাব, চিন্তা-চেতনা, প্রেম-প্রিতী, পরকীয়া ............. সেগুলা আপনারা ভালই জানেন...........আর কইলাম না ] যাইহোক আসল কথা হইলো অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচতে চাইলে, আমাদের শিশুদের সুস্থ মন-মানশিকতা বিকাশের জন্য আমি আমার মত প্রকাশ করলাম, আপনাদের মতামত কি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।