বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বি.পি.এল) মাঠে গড়ানোর আগেই চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করেছে কলকাতা’র জনপ্রিয় দৈনিক পত্রিকা আনন্দবাজার।
পত্র বিপিএলকে আকর্ষণীয় করার জন্য ৫ জন ভারতীয় ক্রিকেটার চেয়েছিল বাংলাদেশ কতৃপক্ষ। কিন্তু রাজী হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে শুধুমাত্র সৌরভ গাঙ্গুলিকে আনার ব্যাপারে চেষ্টা চালায় বাংলাদেশ। সৌরভ গাঙ্গুলির সাথে এ ব্যাপারে অনেক দূর আলোচনাও করেছিলেন বিপিএল এর কর্তারা।
তারা যেকোনো মূল্যে গাঙ্গুলিকে মাঠে আনতে চেয়েছিলেন। দুই বাংলায় গাঙ্গুলির জনপ্রিয়তার কথা ভেবেই তাকে বিপিএলে খেলানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বিপিএলের কর্মকর্তারা। তাদের একজন বলেছিলেন “শুধু দাদা (গাঙ্গুলী) কে পেলেই হবে আর কোনো ভারতীয় ক্রিকেটার না পেলেও চলবে আমাদের”।
গাঙ্গুলি নিজেও মনেপ্রানে চাইছিলেন বাংলাদেশের এ ঘরোয়া আসরে খেলতে। এ কারনেই অনুমতি চেয়ে ভারতীয় বোর্ডের সাথে কথাও বলেন তিনি।
কিন্তু আশ্চর্যজনকভাবে অবসর নেওয়া গাঙ্গুলি’কেও বিপিএলে খেলতে দিতে আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভকে বিপিএলে খেলতে অনুমতি না দেওয়ার পেছনে যে কারন উল্লেখ করেছে আনন্দবাজার তা হল – ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে না তাদের আইপিএল এর মতো অন্য দেশের কোনো ঘরোয়া ক্রিকেট জনপ্রিয় হোক। তাহলে আইপিএল এর জৌলুস কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের। কারন ভারতের মতোই বিশাল অঙ্কে এখানেও বিদেশী ক্রিকেটার আনা হয়েছে। কাজেই আশঙ্কাটা একেবারে অযৌক্তিক নয়!বেঙ্গালোরের নিলাম নিয়ে ভারতীয় বোর্ড কর্তাদের যা আগ্রহ, তার চেয়ে অনেক বেশি কৌতূহল নিয়ে তারা দেখতে বসবেন ৯ ফেব্রুয়ারি থেকে শুরু বিপিএল।
ইএসপিএন-স্টার স্পোর্টস সব ম্যাচ সরাসরি সম্প্রচারের স্বত্ব কিনে নেওয়ায় ভারতীয় বোর্ড কর্তারা নড়েচড়ে উঠেছেন।
এখান থেকে ভারত-বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আনন্দবাজার। তারা লিখেছে আগেই পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ভারতের। এবার সৌরভ ইস্যুতে অবশ্যই অপমানিত বোধ করেছে বাংলাদেশ। আগামী মার্চে বাংলাদেশে এশিয়া কাপ খেলতে আসবে ভারত।
তখন বাংলাদেশে ধোনি’র দল ভালো আতিথেয়তা পাবে না বলেই মনে করছেন আনন্দবাজারের কতৃপক্ষরা।
খবর- সমকাল
-------------------------------------------------------------------------------------
এখন আমার কথা হলো যে,বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এই ১০ বছরে বাংলাদেশ বিশ্বের সব দেশ প্রায় ২ বার করে ঘুরে আসলেও একবার ও হিংসুটে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে একবার ও ইন্ডিয়াতে ঢুকতে দেয় নি । এমনকি ২০২০ সাল পর্যন্ত তাদের দেশে ঢুকতে দিবে না :O
--------------------------------------------
অনবরত সীমান্ততে হত্যা ও অত্যাচার এবং ৫৪ টি নদীর উপর বাঁধ দিয়ে আমাদের দেশকে মরুভুমি করেও শান্তি হয় না , এই হিংসুটে রাক্ষসদের । এখন আমাদের ক্রিকেটকেও ধরছে তারা ।
জানি না বি.পি.এল শেষ পর্যন্ত সফল হয় কিনা ?? এরপর ও যারা ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করবেন আমার মনে হয় তাদের রক্তে সমস্যা আছে ; তাদের বাংলাদেশ ছেড়ে ভারত চলে যাওয়া উচিত ,
---------------------------------------------------
সবার কাছে একটাই অনুরোধ প্লিজ,সবাই অন্তত এশিয়া কাপে ভারতকে বর্জন করুন ; যারা যারা স্টেডিয়াম এ যাবেন সবাই পারলে একটা করে ভারতের এই অত্যাচারের বিরুদ্ধে ব্যানার/প্ল্যাকার্ড নিয়ে যাবেন ,যদি আপনি দেশকে ভালবাসেন ; আর ভালো না বাসলে দয়া করে ইন্ডিয়ান ক্রিকেট দলের সাথে ইন্ডিয়া চলে যান।
বাংলাদেশ আপনার জন্য না ।
source:ফেসবুক পেজ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।