আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে পর্ণগ্রাফি- – ইহা যদি আমাদের সংসদে ঘটিত ?

(c) নাসিফ চৌধুরী ভারত শুধু সীমান্তে হত্যাকান্ডেই এগিয়ে না , আজেবাজে ভিডিও দেখাতেও তারা এগিয়ে । সে দেশের বিধানসভায় বিতর্ক চলাকালীন সময় মোবাইল ফোনে পর্ণভিডিও দেখার সময় হাতে নাতে ধরা পরেছেন তিন সাংসদ । লজ্জায় পদত্যাগও করেছেন তারা । আমাদের দেশের বেশিরভাগ সাংসদদের লজ্জা অবশ্য এখনো সে পর্যন্ত পৌছাতে পারেনি । একি ঘটনা যদি তাদের ক্ষেত্রে ঘটতো তাহলে কি হতে পারত তাদের বক্তব্য ?? সাংসদ সরকারী দলের হলেঃ দোষী সাংসদের বক্তব্যঃ মাননীয় স্পীকার, আমাদের দলের সাংসদরা ফুলের মত পবিত্র ।

তারা কখনই এ ধরনের কাজ করতে পারেন না । যা যা ঘটে গেছে সবি বিরোধী দলের ষড়যন্ত্র । সংসদ চলাকালীন সময়ে বিরোধী দলের এক সাংসদ আমাকে বলেন আমি যেন আমার ফোনের ব্লুটুথ অন করি । আমাদের মন শিশুদের মত পবিত্র ও সহজ সরল মাননীয় স্পীকার । আমি না বুঝেই ব্লুটুথ অন করি ।

তখন তিনি আমার ফোনে একটি ফাইল সেন্ড করেন । যার টাইটেল ছিল 'hot girl making fun.3gp’' । আমি তখন না বুঝেই ফাইল ওপেন করে ফেলি মাননীয় স্পীকার । ভিডিওর কার্যকলাপ দেখে আমি অবাক । অত্যান্ত কুরুচিপূর্ণ এই ভিডিওর অশ্লীল আওয়াজ মুহূর্তেই আমার পাশের দুই সাংসদের কানে চলে যায় ।

তখন তারা ঝুকে এসে আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন । ঠিক তখনই টেলিভিশন ক্যামেরায় বিষয়টি ধরা পরে । বাংলাদেশের জনগন ভাল করেই জানে, এই ধরনের ভিডিও দেখার ইচ্ছা আমাদের কখনই ছিলনা । কারন আমাদের সরকার পর্ণগ্রাফির বিরুদ্ধে । এই সরকার জনগনের সরকার...এই সরকার... স্বরাষ্ট্রমন্ত্রীর সাফাইঃ একটি দুষ্ট মহল পরিকল্পিত ভাবে আমাদের সাংসদদের দিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ কাজ করিয়েছ ।

যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত করতেই এ ধরনের অপচেষ্টায় শুরু হয়েছে । দোষী ব্যাক্তিদের খুজে বের করে অবিলম্বে তাদের বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে । অপ্রাধি যেই হুক কাউকেই ছাড় দেওয়া হবে না । টক শো তে আলোচনাঃ সরকারী দলের বক্তাঃ (গলার সর্ব শক্তি দিয়ে) খেয়াল করে দেখুন , সংসদে বসে এধরনের আজেবাজে ভিডিও দেখার সংস্কৃতি বিগত সরকারের আমলেই প্রথমে চালু হয়েছে । সে সময়ে আজেবাজে ভিডিওর যন্ত্রনায় আমাদের সাংসদরা সংসদে পর্যন্ত যেতেন না ... বিরোধী দলের বক্তাঃ (সরকারী দলের বক্তাকে উদ্দেশ্য করে) আপ্নারা প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে নেবেন না ।

এ ঘটনার পর সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা । জনগণ এখন বেশ ভাল ভাবেই বুঝতে পারছে সরকার থ্রিজি প্রযুক্তি নিয়ে কেন এত লাফালাফি করছে । সুশীল সমাজের বক্তাঃ এ আমরা কোন রাষ্ট্রে বাস করছি ? তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের সাংসদরা তাদের এলাকার মানুষদের কথা না ভেবে সংসদে বসে মোবাইলে পর্ণগ্রাফি দেখছেন । এবার তো ঘটনা মোবাইলের স্ক্রিনের ভেতরে সিমাবদ্ধ ছিল । অদুর ভবিষ্যতে হয়তো ... সাংসদ বিরোধীদলের হলেঃ দোষী ব্যাক্তির বক্তব্যঃ এই সরকারের আত্যাচারে জনগন আজ অতিষ্ঠ ।

প্রতি পদে পদে সরকার বিরোধীদলকে নির্যাতনের করছে । সংসদে এলে আমরা কথা বলার সুযোগ পাইনা । ঘন্টার পর ঘণ্টা আমাদেরকে বসে থাকতে হয় । আর আসন সংখ্যা কম থাকায় গল্প করার মানুষও পাওয়া যায়না । উপায় না দেখে একটু আধটু বিনোদনতো আমাদেরকে নিতেই হয় ।

তবে এই ভিডিও আসলে আমাদের একটি প্রতীকী প্রতিবাদ । ভিডিওতে যে মহিলা চিৎকার করছেন (এই ধরনের ভিডিওতে যে ধরনের আওয়াজ থাকে আরকি) সে চিৎকার আসলে এ দেশের জনগনের চিৎকার । জনগণ এই সরকারের হাত থেকে আজ মুক্তি চায় । আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ করার দাবি জানাই। সাংসদ হু. মু. এরশাদ হলেঃ আরে ভাই আমি এই ধরনের আজেবাজে ভিডিও কেন দেখতে যাব ।

আমার কি ‘কম’ আছে নাকি ? (কম থাকা বলতে এরশাদ এখানে তাঁর যৌবনের কথা বলছেন) । যদি একটু আধটু ভুলে দেখেও ফেলি তাহলে বুঝবেন ভুলে টিপা পরে চলে এসেছে । ভুল তো মানুষ করতেই পারে । আমিও মহাজোটে এসে ভুল করে ফেলেছি । সময় মত মহাজোট থেকে বের হয়ে এসে ঠিকি এককভাবে নির্বাচন করব ।

একক ভাবে নির্বাচন না করে বিম্পি-জামাতের সাথেও জোট করতে পারি । তবে মহাজোট থেকে নির্বাচন যে করবোনা এমন কিন্তু না । আসলে দেশের স্বার্থে... ধুর্বাল , ভুলে আরেকবার টিপ দিতে মন চায়... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.