আমাদের কথা খুঁজে নিন

   

খাবারের ভাগাভাগিতে শিশু কেন্দ্রীয় নেত্র্রী গালাগাল দিলেন বয়োজেষ্ঠ ঢাবি সাধারণ সম্পাদককে!

রাত পোহালে পত্রিকার পাতায় একটি সংবাদ পাওয়া যাবে। যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খাবার নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার। ওখানে অনুষ্ঠিত ছাত্রলীগের বর্ধিত সভায় দুপুরের খাবার কেড়ে নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে তা সংঘটিত হয়। ধাওয়া’য় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ(ঢাবি ২০০৩-০৪ সেশন) আর আর পাল্টা ধাওয়া’য় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শামসুন নাহার হল সাধারণ সম্পাদক আফরিন নুসরাত(বয়সে ছোট কিন্তু পদ বড়। ঢাবি ২০০৭-০৮ সেশন)।

ঘটনার বর্ণনা: খাবার বরাদ্দ ছিল কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দের জন্য। কিন্তু নুসরাতের জন্য একটি বরাদ্দ থাকলেও সে তার অনুসারীদের(যাদের জন্য বরাদ্দ ছিল না) খাওয়াতে বেশ কয়েকটি খাবার প্যাকেট নিয়ে চলে যাচ্ছিলেন। তখন ওমর শরীফ তাদের জন্য বরাদ্দ না থাকার কথা জানালে নুসরাত তাকে তুই-তাই বলা শুরু করেন এবং বিশ্রী গালাগাল নেন। পরে ওমর শরীফের অনুসারীরা নেতার সম্মান উদ্ধারে এগিয়ে আসে। এরকম পরিস্থিতিতে নুসরাতের অনুগতরাও কম যান না।

তার নারী কর্মীরাও তখন পাল্টা ধাওয়া দেন। এভাবে খাবার ভাগাভাগি নিয়ে সুশৃঙ্খল বর্ধিত সভাকে কলঙ্কিত করে ছাত্রলীগ। ঢাবির এসব ছাত্রলীগারের অবস্থা থেকে হতভম্ব হয়ে যান বাইর থেকে আগতরা। যদিও কেন্দ্রীয় নেতাদের জন্য এটা স্বাভাবিক ছিল। কারণ নুসরাত তো অনেক মহলে অনেক পপুলার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।