আমাদের কথা খুঁজে নিন

   

আমি ফাইস্যা গেছি!!! জ্ঞানী ভাইয়েরা একটু সাহায্যের হাত প্রসারিত করুন।

জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ। আমি আমার ল্যাপটপ নিয়া ফাইস্যা গেছি। মাত্র কয়েকদিন আগে Windows 7 (Ultimate) Install করছি। কিন্তু আজ হঠাত করেই Windows Genuine Advantage Notifications আসতেছে এবং সেই সাথে ডেস্কটপের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন Windows Install না করে কিভাবে স্থায়ী সমাধান পেতে পারি জ্ঞানী ভাইরা একটু জানাবেন যদি এব্যাপারে আপনা যথেষ্ট জ্ঞান থাকে। ভালো পরামর্শ দিলে অবশ্যই আপনার দুনিয়া ও আখেরাতের বহুত ফায়দা হবে। আমি ফাইস্যা গেছিরে ভাই ল্যাপটপের চিপায়। আমাকে উদ্ধারে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এগিয়ে আসুন। void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।