আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ঢাকাবাসীর সাথে এ ধরনের প্রতারণা কেন?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... "বাড়ী ঘরের ময়লা আবর্জনা,শহরের নোংরা রাজনীতি ডাষ্টবিনে ফেলুন"- সাঈদ খোকন "একবার বিশ্বাসী চলে গেলে তা ফিরে পাওয়া কঠিন,আমি বিশ্বাসে বিশ্বাসী"- হাজী সেলিম উপরে এ দুজন নেমেছেন ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার স্বপনে। রাজনীতিবিদদের এমন চটকদার কথা আর আশ্বাস সত্যি আমাদের অনেকেই মূগ্ধ করে। আমাদের জনগণের মতামতকে উপেক্ষা করে শেখ হাসিনা তার একক সিদ্ধান্তে ঢাকাকে দুই ভাগে ভাগ করেন, যা একমাত্র আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন ব্যতীত কেউই ভাল ভাবে দেখেনি বা মেনে নেয়নি কারণ ঢাকাবাসীর সেবার মান উন্নয়ন নয় আসলে খোকাকে নামানোই ছিল তাদের মূল রাজনৈতিক উদ্দেশ্য ও ফায়দা নেওয়া। বর্তমানে আমাদের রাজনীতিবিদরা হয়ে গেছেন রাজনীতিজীবি এবং এই রাজনীতিজীবিদের হীন স্বার্থের কারণে দেশে আজ এতো অস্থিরতা বিরাজ করছে বলে আমি মনে করি। বর্তমানে ঢাকার রাস্তায়, দেয়ালে, ফুটওভার ব্রীজে, তোরণ বানিয়ে, ব্যানার-ফেষ্টুন করে অনেক অখ্যাত-বিখ্যাত নেতা-পাতি বা মেয়র হওয়ার স্বপনে বিভোর নেতাদের প্রচার প্রচারণা ছেয়ে গেছে। আসলে ক্ষমতায় আসীন হওয়া জন্য বা প্রাক-নির্বাচনী প্রচারে নামে যারা নিজের পকেটের টাকা দিয়ে নিজের সুনাম নিজেরাই করেন, তাতে আমাদের আপত্তি নাই কারণ আপানারা মনে করেন "আপনাকে বড় বলে বড় সে হয়, প্রচার যে না করে বড় সে নয়" কিন্তু দূঃখের বিষয় এই যে, দেখা যায় ব্যানার-ফেষ্টুনের প্রচারে লিখা হয় সর্বস্তরের জনগণ, এলাকাবাসী, ঢাকাবাসী বা নগরবাসী ইত্যাদি। আমার কথা হচ্ছে আমরা যারা ঢাকাকে দুই ভাগ করাকে বা ঐ সমস্ত নোংরা বা নীতিহীন নেতাদের সমর্থন করি না তারা কেন আমাদেরকে সর্বস্তরের জনগণ, এলাকাবাসী, ঢাকাবাসী বা নগরবাসী বলে ব্যবহার করে প্রচার করছেন? আমরা কি তাদেরকে এই অধিকার দিয়েছি? যদি না হয় তাহলে এটা কি আমাদের ঢাকাবাসীর অধিকারের সাথে এক ধরনে প্রতারণা নয়? আপনাদের আরো সুচিন্তিত মতামত কামনা করছি। ধন্যবাদ বিঃদ্রঃ রাজনীতিজীবি=যারা রাজনীতি করে জীবিকা নির্বাহ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.