আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাবাসীর নতুন লাইফস্টাইল ও বিনোদন



রাজধানী ঢাকায় সোয়া কোটির বেশী মানুষের বাস। হাজার বছরের পুরোনো এই শহরে সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সব বিষয়েই ব্যাপক পরিবর্তন এসেছে। ঢাকাবাসীর জীবনযাত্রার পরিবর্তন, তৈরি হওয়া বিভিন্ন নাগরিক সমস্যা, সে বিষয়ে নগরবাসী এবং বিশেষজ্ঞের মতামত ও পরামর্শ নিয়ে বিবিসি বাংলার একটি ধারাবাহিক আয়োজন ছিলো ‘ঢাকা সপ্তাহ’। ঢাকা সপ্তাহের এবারের পর্বটি সাজানো হয় ঢাকাবাসীর নতুন লাইফস্টাইল ও বিনোদন নিয়ে। শুরুতেই ঢাকার বর্তমান লাইফস্টাইলের কথা তুলে ধরা হয় সোহানা পারভীনের একটি প্রতিবেদনের মাধ্যমে।

কফি শপগুলো এখন তরুনদের আড্ডার জায়গা আমরা একটি ক্যাফে কালচার সৃষ্টি করার চেষ্টা করছি সাখাওযাত হোসেন প্রতিবেদনে সময়ের সাথে সাথে ঢাকা শহরের মানুষের জীবনযাত্রা, ভাষা, সৌন্দর্যবোধ এবং বিনোদনে যে পরিবর্তনগুলি এসেছে সেটি উঠে আসে। সময়ের চাহিদায় রাজধানীতে শুরু হয়েছে ক্যাফে সংস্কৃতির। ধানমন্ডির কজমো লাউঞ্জের স্বত্ত্বাধিকারী আরিফ হাফিজ এ প্রসংগে জানান, একটি স্থানে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি এবং খাদ্যের সাথে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে ক্যাফে সংস্কৃতি চালু হয়েছে। এ বিষয়ে একজন ঢাকাবাসী বলছেন, ক্যাফে সংস্কৃতি এতদিন দেশের বাইরে জনপ্রিয় হলেও বর্তমানে ঢাকা শহরেও এই সংস্কৃতি ক্রমশ জনপ্রিয় হচ্ছে। প্রতিবেদনে জানা যায়, মোবাইল ফোন সেটে এখন কল করার পাশাপাশি ছবি তোলা, ইন্টারনেট ব্যবহার করা, গান এবং রেডিও শোনার চাহিদা তৈরি হয়েছে।

ঢাকাবাসীর রোজকার জীবনে প্রযুক্তির নানামুখী ব্যবহারের পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে ফ্যাশন সচেতনতাও তৈরি হয়েছে। এ বিষয়ে ফ্যাশন ডিজাইনার এমদাদ হক বলেন, বর্তমানে ঢাকাবাসীর পোশাকে প্রাচ্য এবং পাশ্চাত্যের মিশেলে একটি ফিউশনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবেদনে আরও জানা যায়, ঢাকা শহরে সৌন্দর্য্যের ধারণায় ‘গ্রুমিং’ শব্দটি নতুন যোগ হয়েছে। এ বিষয়ে রূপ বিশেষজ্ঞ ফারজানা শাকিল বলেন, বর্তমান প্রজন্মের মাঝে নিজেকে সুন্দর করে উপস্থাপন করার একটি ধারা চালু হয়েছে। এরপর প্রতিবেদক জানান, ঢাকাবাসীর সঙ্গীত পছন্দের ক্ষেত্রে এফএম রেডিও স্টেশনগুলি ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে রেডিও ফূর্তির কথাবন্ধু সাকিব বলেন, গান শোনার ক্ষেত্রে ঢাকাবাসী দিনদিন ফিউশন এবং পাশ্চাত্য ধারার সঙ্গীতের দিকে ঝুকছে। প্রতিবেদনের পরপরই কয়েকজন ঢাকাবাসী ঢাকার নতুন লাইফস্টাইল এবং বিনোদন নিয়ে সরাসরি মতামত, মন্তব্য প্রদান করেন। গুলশানের কফি ইলেভেন রেস্তোরা থেকে এ পর্বটি সঞ্চালনা করেন আকবর হোসেন। আমি যেটা বারবার বলছি, সুন্দর শুধু চেহারার মধ্যে নয় ফারজানা শাকিল কফিশপে আগত এক তরুণ বলছেন ঢাকা শহরে মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে তা ইতিবাচক । আরেকজন ঢাকাবাসী এ বিষয়ে বলেন, ঢাকাবাসী দিনের ক্লান্তি শেষে নিরিবিলিতে কিছু সময় কাটানোর জন্য কফিশপগুলিকে বেছে নিয়েছে।

এরপর কফি ইলেভেনের স্বত্ত্বাধিকারী সাখাওয়াত হোসেন এর কাছে জানতে চাওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কফিশপের চিন্তাটি তার মাথায় কিভাবে এলো৻ এ প্রশ্নের জবাবে মি হোসেন বলেন, দিনের কর্মব্যস্ততা শেষে ঢাকাবাসীদের যাওয়ার জায়গার অভাবের কথা চিন্তা করে তিনি এ ব্যবসাকে বেছে নিয়েছেন। তিনি জানান, তাঁরা দেশে একটি ক্যাফে সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছেন। আরেকজনের ঢাকাবাসীর কাছে জানতে চাওয়া হয়, ক্যাফে সংস্কৃতির সাথে তারা কিভাবে মিশে যেতে পারছেন৻ এর জবাবে তিনি বলেন, ক্যাফে সংস্কৃতির সাথে ঢাকা শহরের বিভিন্ন পেশার মানুষ সহজেই খাপ খাইয়ে নিতে পারছেন। এরপর একজন শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হয়, জীবনযাত্রার ক্ষেত্রে ঢাকা শহরে সার্বিকভাবে যে পরিবর্তন হচ্ছে সে বিষয়ে তিনি কি মনে করেন৻ তিনি এর উত্তরে বলেন, ঢাকা শহরের মানুষের জীবনযাত্রার সার্বিক পরিবর্তনগুলির পেছনে মিডিয়ার একটি বিরাট ভূমিকা রয়েছে। তিনি বিষয়টিকে ইতিবাচক বলে অভিহিত করেন।

এরপর মি হোসেনের কাছে আবার জানতে চাওয়া হয়, ঢাকা শহরে ক্যাফে সংস্কৃতি কবে থেকে শুরু হয়েছে৻ দুই জগতের প্রযুক্তির মিশ্রন এর জবাবে মি হোসেন জানান, বিগত দুই তিন বছরে ঢাকা শহরে ক্যাফে সংস্কৃতি চালু হয়েছে। মিডিয়া যে ধরনের লাইফস্টাইল অনুসরণ করতে বলছে, জনসাধারণের মধ্যে সে ধরনের একটি প্রবণতা দেখা যাচ্ছে বিধান চন্দ্র সাহা, ছাত্র এরপর আরেকজনের কাছে জানতে চাওয়া হয় একটি দেশের সংস্কৃতির প্রভাব কত দ্রুত মানুষের জীবনে প্রভাব ফেলে৻ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি মানুষের নিজস্ব প্রয়োজন এবং মানসিকতার উপর তার পরিবর্তনের বিষয়টি নির্ভর করে। এরপরই স্টুডিওতে ঢাকা সপ্তাহের সঞ্চালক সাবির মুস্তাফা এ সপ্তাহের অতিথি ফারজানা শাকিল এর কাছে জানতে চান ঢাকা শহরের বর্তমান প্রজন্ম গ্রুমিং এর ব্যাপারে সচেতন কিনা? এ প্রশ্নের জবাবে ফারজানা শাকিল জানান, বর্তমানে ঢাকার সব বয়সী মানুষের মধ্যেই গ্রুমিং এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, কয়েক বছর আগের রূপচর্চার সাথে বর্তমান সময়ের রূপচর্চার কোন পার্থক্য আছে কিনা? এ প্রসংগে ফারজানা শাকিল বলেন, আগের সময়ের রূপচর্চার সাথে বর্তমান সময়ের রূপচর্চার অনেক পার্থক্য রয়েছে। তিনি জানান, বর্তমান সময়ে সৌন্দর্য্য চর্চা আগের তুলনায় আরও বেশী আধুনিক এবং বিশেষায়িত হয়েছে।

এরপর তার কাছে জানতে চাওয়া হয়, গায়ের রং দিয়ে মানুষের সৌন্দর্য্য বিচার করার আগেকার যে ধ্যান ধারনা ছিলো বর্তমানে সেটির কোন পরিবর্তন হয়েছে কিনা৻ এর জবাবে ফারজানা শাকিল বলেন, গায়ের রং দিয়ে মানুষের সৌন্দর্য্য বিচার করার ধ্যান ধারনা থেকে মানুষ দিন দিন সরে আসছে। তিনি মনে করেন, চেহারা বাদেও বিভিন্ন গুণাবলীর মাধ্যমে মানুষ তার আসল সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে পারে। ফারজানা শাকিলকে আবার প্রশ্ন করা হয়, যুব সমাজের ব্যাপক ফ্যাশন সচেতনতার ফলে ঢাকার বিভিন্ন ফ্যাশন হাউজগুলি আরও উন্নত হচ্ছে কিনা৻ ফারজানা শাকিল এ প্রশ্নের জবাবে বলেন, যুব সমাজের ফ্যাশন সচেতনতার ফলে ঢাকার বিভিন্ন ফ্যাশন হাউজগুলি আরও উন্নত সেবা দিতে সক্ষম হচ্ছে। ঢাকা সপ্তাহের এবারের পর্বটি প্রচারের দিন ঢাকার নতুন লাইফস্টাইল এবং বিনোদন নিয়ে একটি বিশেষ ফোন-ইন অনুষ্ঠিত হয় বিবিসি বাংলার ‘িপরিক্রমা’ অধিবেশনে। এ অনুষ্ঠানে ঢাকাবাসীর নতুন লাইফস্টাইল এবং বিনোদন নিয়ে সরাসরি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ‘দলছুট’ ব্যান্ডের গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.