অথৈ স্বপ্নের সাগরে একটি ভাসমান খড় আকাশটা আজ বেজায় নীল
সাদা মেঘে ভরা ,
বইছে সমীর দখিন হতে
নাচছে যেন ধরা ।
শাপলা শালুক রাশি রাশি
পাচ্ছে শোভা বিলে,
কাটছে মাঠে সোনার ফসল
সব চাষাতে মিলে ।
পুকুর পাড়ের গাছটা থেকে
পড়ছে পাকা তাল,
ধীরে ধীরে উঠছে গায়ে
জ্যাকেট, চাদর, শাল ।
কান্নার দিন বিদায় নিল
আসল যে দিন খুশির,
ভোরবেলাতে ঘাসের ডগায়
জমছে ফোঁটায় শিশির ।
নতুন চালের পিঠার গন্ধে
ভাঙছে সুখের ঘুম,
গৃহিনীরা আজ ব্যস্ত সবাই
পড়ছে কাজের ধুম ।
ধান মাড়ানো, ধান ঝাড়ানো
কাজের ভীষণ চাপ,
অলস বর্ষা পেরুতেই, ব্যস্ততা
বাড়ল কয়েক ধাপ ।
এমন দিনে কাঁদছে মন
ভাবছে তোমায় একা,
খুশির জোয়ারে ভরল মন
যখনই পেলাম তোমার দেখা ।
কাঁধে বইয়ের ব্যাগ ঝুলিয়ে
যাচ্ছ তুমি ক্লাশে,
শরত্ হাওয়া বইছে জোরে
তোমার পাশে পাশে ।
একটু দূরে থেকেই আমি
হাঁটছি তোমার পিছে,
কখনওবা দেখছি তোমায়
কখনওবা নিচে ।
ভীরু পায়ে হাঁটছি আর
দেখছি তোমায় চুপি,
সেই দিনটির স্বপ্ন দেখি
যেদিন তোমায় মনটা দেব সঁপি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।