খুব সাধারণ একজন । ১০০ জনের মাঝে আমার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে সত্তর জন । সব মানুষের মুখেই মুখোশ আছে । মুখোশের আড়ালে সেই মানুষের আসলটা লুকানো । শুধু পার্থক্য হলো আমার মুখোশের নীচে কোনো মুখ নাই ।
অথবা হয়তো উল্টোটা । তাতে কিছু যায় আসে না । নগরীর এক প্রান্ত আজকে মন ভালো নাই । কোনো কারণ ছাড়াই মন খারাপ । গলা খুশ খুশ করতেছে , বিড়ি খাইতে পারতিছি না এটা কারণ হতে পারে ।
একটা কবিতা লিখছি । ভাল হইছে না হয়নাই বুঝতেছি না । কবিতা তোমাকে দেখাইতে ইচ্ছা করতেছে । একটা সময় ছিল আমার লিখা কবিতা সবার প্রথমে তুমিই দেখতা । আমি কবিতার নোটে প্রাইভেসি দিয়া রাখতাম ।
তুমি ছাড়া আর কেউ দেখতে পারতো না । আমার সেই কবিতা গুলাতে একটা মাত্র like থাকত । আমার ওই একটা মাত্র like ছাড়া অন্য কিছুই লাগতো না । এই একটা জিনিস পেলে কী যে খুশী লাগতো ।
আচ্ছা, একটা কবিতা লিখছি ।
এই আমি - একটা কবিতা লিখছি । সেই কবিতা তোমাকে দেখাব - এরকম একটা ঘটনা এই পৃথিবীতে ঘটা কি একদমই সম্ভব না ? কোনোভাবেই এটা ঘটতে পারে না ? সাহস করে কি একবার তোমায় ডাকব নাম ধরে ?
এতটুকু সাহস আমার নাই । যদি তুমি সাড়া না দাও !
বাবু তুই
সুন্দরী না । ।
বাবু তোর
থুতনী ছোট
বাবু তোর
চুল গুলো সব
লালচে রাঙা
খ্যেত টাইপের
বাবু তোর
হাসিটা ক্যামন
ব্যাটাদের মত
বাবু তুই
কুটনী অনেক
মিছা কথা কস
বাবু তোর
গাল দু'খানি
থ্যাবড়ানো টাইপ
বাবু তোর
চশমা লাগে
চউক্ষে দেখস কম
বাবু তোর
চলন এমন
একরোখা ক্যান ?
বাবু তোর
শুনলে কথা
মেজাজ আমার
যায় চরমে
বাবু তুই
এমন ক্যানো
আমায় শুধু
কষ্টে রাখিস
বাবু তুই
আস্তে চলিস
বাবু তোর
থ্যাবড়া গালে
আদর লাগে
বিশ্বাস কর
বাবু তোর
আবিল চোখের
মধ্যিখানে
মায়ার বাঁধন
বাবু তোর
লাল চুলেরা
হোক যত খ্যাত
আমায় ভাবায়
বাবু তোর
থুতনীটারে
এক স্বপনে
দ্যাখছি ছুঁয়ে
বাবু তুই
হাসবি না আর
হাসলে আমার
খুব ব্যাথা হয়
বাবু তুই
মিথ্যে কথা
বলবি আমায়
এবার আমার
জেদ হবে না
ঠিক দেখে নিস
বাবু তুই
সুন্দরী না
একটুও না
তবুও তোরে
সমস্ত দিন
সমস্ত রাত
আঁকড়ে ধরার
স্বপ্ন দেখি ।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।