আমাদের কথা খুঁজে নিন

   

সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠান, উৎসবের সূচি এবং সেমিনারের বিস্তারিত তথ্য

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ গত ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আমাদের দেশে নির্মিত হয়েছে ৫৫০ টিরও অধিক চলচ্চিত্র। তিনজন নির্বাচক এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকে একুশটি চলচ্চিত্রকে বাছাই করেছেন সেরা নির্মিতি হিসেবে। এই ২১টি চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে ‘সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩’। উৎসব হবে আগামী ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত। আজ ৩ জুলাই, বুধবার, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এই গত এক দশকে নির্মিত এই ২১টি চলচ্চিত্রের ২০ জন নির্মাতাকে সম্মাননা এবং সংবর্ধনা জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর আর্ন্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরিফিন সিদ্দিক এবং অগ্রজ চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অুনষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উৎসবের প্রথম চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ২০০২ সালে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘মাটির ময়না’। আগামীকাল ৪ জুলাই, বৃহস্পতিবার উৎসবের দ্বিতয়ি দিনে প্রদর্শিত হবে চারটি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, বিকাল ৩টায় তানভীর মোকাম্মেল নির্মিত ‘লালন’, বিকাল ৫টায় চাষী নজরুল ইসলাম নির্মিত ‘সুভা’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সাইদুল আনাম টুটুল নির্মিত ‘আধিয়ার’। উৎসবে ৫ জুলাই, শুক্রবার দেখানো হবে ২টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় মুরাদ পারভেজ নির্মিত ‘চন্দ্রগ্রহণ’ এবং বিকাল ৩টায় প্রদর্শিত হবে সারাহ বেগম কবরী নির্মিত ‘আয়না’।

৬ জুলাই, শনিবার, প্রদর্শিত হবে ২টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় কোহিনূর আক্তার সুচন্দা নির্মিত ‘হাজার বছর ধরে’ এবং বিকাল ৩টায় প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদ নির্মিত ‘শ্যামল ছায়া’। ৭ জুলাই, রবিবার, প্রদর্শিত হবে ৪টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় তৌকির আহমেদ নির্মিত ‘জয়যাত্রা’, বিকাল ৩টায় কাজী মোরশেদ নির্মিত ‘ঘানি’, বিকাল ৫টায় নুরুল আলম আতিক নির্মিত ‘ডুবসাঁতার’ এবং সন্ধ্যা ৭টায় তারেক মাসুদ নির্মিত ‘রানওয়ে’। ৮ জুলাই সোমবার, প্রদর্শিত হবে ৩টি চলচ্চিত্র।

সকাল ১০.৩০টায় আবু সাইয়ীদ নির্মিত ‘শঙ্খনাদ’, বিকাল ৫টায় গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘মনপুরা’ এবং মোরশেদুল ইসলাম নির্মিত ‘প্রিয়তমেষু’। ৯ জুলাই উৎসবের সমাপনী দিন। এই দিন প্রদর্শিত হবে ৪টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় এনামুল করিম নির্ঝর নির্মিত ‘আহা!’, বিকাল ৩টায় নোমান রবিন নির্মিত ‘কমন জেণ্ডার’, বিকাল ৫টায় টোকন ঠাকুর নির্মিত ব্ল্যাকআউট’ এবং উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে নাসির উদ্দীন ইউসুফ নির্মিত ‘গেরিলা’। এছাড়াও ৭দিন ব্যাপি এই উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র-সমূহ নিয়ে ৬ জুলাই, শনিবার বিকাল ৪টায় একটি সেমিনার আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে।

সেমিনারের বিষয়: ‘সমকালিন বাংলাদেশের চলচ্চিত্রঃ প্রবণতার বিশ্লেষণ এবং মূল্যায়ন’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচাল নাট্যজন লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকারবৃন্দ, চলচ্চিত্র গবেষক, সমালোচক, চলচ্চিত্রকর্মী, সাংবাদিক এবং উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রসমূহের নির্মাতাগণ। উৎসবের সকল প্রদর্শনী, সেমিনারসহ সকল আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।