'পান খেয়েছি চুন খেয়েছি ঠোঁট করেছি লাল ও শাওড়ী কোন দুঃখে দিলি মোরে গাল।' পান খেয়েছিস চুন খেয়েছিস ঠোঁট করেছিস লাল বেশ করেছিস ঠিক করেছিস তুই ধরবি হাল। কিন্তুক এমন হড়বড়িয়ে আগ বাড়িয়ে কথা বলছিস তুই! জানিস না তুই বুঝিস না তুই হারিয়ে ফেলছিস ভূঁই। ভূঁই হারালে সব হারালি লোক হাসাবি তুই খেলবি তখন একা ঘরে এক্কা-দোক্কা দুই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।