আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। দেশের আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে, কেবল বড় বড় সম্মাননা আর ক্রেস্ট দিয়েই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। এজন্য প্রয়োজন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগীতা প্রদান। সমাজ হতে সকল অসামাজিকতা দূর করতে প্রশাসনকে সহযোগিতা দান করবে সামাজিক সংগঠনগুলো। তাই বলে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না।
এজন্য আইন অমান্যকারী যে কাউকে শাস্তি পেতে হবে। গত ৩ ফেব্র“য়ারি শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের সিন্দুরখান সড়কে শান্তির নীড় যুব সংঘের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুই উপাধ্য মো. আব্দুস শহিদ এমপি এ কথাগুলো বলেন।
“যতই হোক কেশ, যুবরাই গড়বে দেশ”, “যুবই সম্পদ-যুবই ভবিষ্যত”, “যুবরাই লড়বে, ডিজিটাল বাংলাদেশ গড়বে”, “নেশাকে না বলি, সুন্দর জীবন গড়ি”- এই শোগানগুলোকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলায় আত্মপ্রকাশ করেছে একটি সামাজিক সংগঠন “শান্তির নীড় যুব সংঘ”। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অভিষেক অনুষ্ঠান উপল্েয উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও ১৮ জন সাংবাদিকসহ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সংবর্ধিত ইউপি চেয়ারম্যানরা হলেন মো. ফিরোজ মিয়া, মো. আব্দুর রশীদ, ভানু লাল রায়, আব্দুলাহ আল হেলাল, আব্দুল মতলিব, রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, বিজয় বোনার্জী, প্রানেশ গোয়ালা ও রঘুনাথ দেব রিংকু।
সংবর্ধিত সাংবাদিকরা হলেন গোপাল দেব চৌধুরী, সৈয়দ নেসার আহমদ, সৈয়দ মোহাম্মদ আলী, মো. কাওছার ইকবাল, বিশ্বজ্যোতি চৌধুরী, কামরুল আম্বিয়া, ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ, বিকুল চক্রবর্তী, মোমিনুল ইসলাম সোহেল, চৌধুরী ভাস্কও হোম, শামীম আক্তার হোসেন, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সৈয়দ ছায়েদ আহমদ, মধুসুধন চৌবে, ইমাম হোসেন সোহেল ও এম মুসলিম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে জাতীয় শিা সপ্তাহ-২০১২ উপল্েয জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করায় শ্রীমঙ্গলের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক জহর তরপদারসহ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুলাহ ও বীর প্রতীক ফোরকান উদ্দিনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
শান্তির নীড় যুব সংঘের সভাপতি শাকির হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান তফাজ্জুল হোসেন ফয়েজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশফাকুল ইসলাম চৌধুরী। অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল। পরে স্থানীয় শি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।