আমাদের কথা খুঁজে নিন

   

২১শের চেতনা'৫২ '৫৪,'৫৬,'৬৬,'৬৯,'৭০,'৭১,'৯১ কে ছাপিয়ে ২০১২তে এসে আবার জাগ্রত হোক।( এই হোক আমার ২১এর শপথনামা)

৫২এর চেতনায় আবার ঝলসে উঠুক বীর বাঙ্গালীর রক্ত। চেতনার সুপ্ত কোষগুলো ফিরে পাক তার বীরত্বের বীর্যরস। ঝলসে উঠুক তার মরচে পড়া বিবেক। শানিত হয়ে ২০১২এর সূর্যালোকে চকচক করুক আবার তার খুরধার। ছলকে ছলকে চমকে উঠুক ঝিমিয়ে পড়া হিমশীতল সে রক্তস্রোত।

বইয়ে দিক রক্তগঙ্গা তাতে ভেসে যাক যত কু,অপ আর নষ্টামির হোলিখেলা। হাসতে হাসতেই আঘাত হানুক সন্ত্রাস,লুটেরা আর দুর্নীতিবাজ আপন ভাইয়ের বুকে যেমন হেনেছিল বেনিয়া আর পাকিদের বুকে। রক্তের সে স্বাদে আস্বাদিত হয়ে ফেটে পড়ুক মুক্তির নব উল্লাসে। আরও একবার আসুক ২১শে নতুন করে জাগাক বীর বাঙ্গালিকে। আরও একবার আসুক ২১শে '৫৪, '৫৬ '৬৬, '৬৯, এর ভিতর দিয়ে '৭০, '৭১কে ছাপিয়ে দাড়াক '১২এর মুখোমুখি।

গর্জে উঠুক মুষ্ঠিবদ্ধ হাত ছাত্র জনতা কৃষক শ্রমিক মজুরের। ভেঙ্গে দিক সে ছলনাময়ীর মস্তিষ্ক গুড়িয়ে দিক সকল কালো সন্ধির। জাগো বন্ধু,জাগো তুমি আরও একবার চিতকারিয়া বল, আমরা পারি,আমরা পেরেছি তাই আমরা পারব বার বার। আমরা ভীতু কিন্তু আমাদের চেয়ে সাহসী কজন আছে বল? অনায়াসে তাই দুমড়ে মুচড়ে দিতে পারি আগ্রাসনের অন্ধকাল। দিয়েছিও তাই '৭১, '৯১ এ।

। বাঙ্গালির সংস্কৃতি,মনন আর সৌন্দর্যকে কর্ষিত করে রোপিত করছে যারা নোংরামির কালোবীজ, নিজেদের ভিতর থেকেই খুজে বের করি তাদের ছুড়ে ফেলি আস আস্তাকুড়ে। আজ আমার হাত হোক নিষ্ঠুর,বজ্রসম নির্দয় খুজে ফিরি আমারই মা বোন ভাইকে প্রিয় বাংলাকে যারা নিয়ত করছে ধর্ষণ, তাদের বিচার হতেই হবে এবার ২১শের আদালতে। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।