আমাদের কথা খুঁজে নিন

   

২১শের ধাঁধা -বুলেন তো ,শহীদ মিনারের দাবিতে মিছিল করে কোন পাব্লিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ???



আমরা কত্ত সৌভাগ্যবান !! যদি এ বিষয়ে জরিপ চালানো হয় যে, ২১শের চেতনায় সবচেয়ে উজ্জিবীত কারা ? তবে ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি রুয়েটিয়ানরা । সবাই তৈরীকৃত(রেডিমেড) শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলী দেয় আর আমরা শহীদ মিনারের জন্য বিক্ষোভ করি তারপর শিবলিঙ্গ ধরণের মিনারে শ্রদ্ধাঞ্জলী দেই। তাহলে কার সাফল্য বেশি হল ??? যাদের বাড়িতে ভাত নেই তারাই সবচেয়ে ভাতের কদর বেশি বোঝে, আমাদের শহীদ মিনার নেই তাই যতবার মূল রাস্তা দিয়ে চলাচল করি ততবারই এই অভাবটা গভীরভাবে অনুভব করি। আমরা মিনারের দাবিতে আন্দোলন করে আমাদের বিশ্বঃ ৩১ দিন বন্ধ রেখেছি, কেন জানি মনে হয় রফিক জব্বারেরা বেঁচে থাকলে আমদের পিঠ চাপড়ে বলত- সাবাস বিদ্রোহীরা, ঈভটিজার, রেডিও জকি আর বাংলায় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া নেতা অপেক্ষা তোমরা উত্তম। আর আমরা লজ্জায় লাল হয়ে বলতাম-হাল্লুম, রাজাকার আর বেঈমানদের বাংলাছাড়া করার দায়িত্ব নিলুম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।